খুলনা | শুক্রবার | ০৭ নভেম্বর ২০২৫ | ২৩ কার্তিক ১৪৩২

খুলনার আওয়ামী লীগ নেতা কাজী ফয়েজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৭ পি.এম | ০৭ নভেম্বর ২০২৫


খুলনার খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। আজ শুক্রবার (৭ নভেম্বর) ভোর রাতে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে খুলনা ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।

মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম বলেন, কাজী ফয়েজকে আমরা গত কয়েকদিন ধরে খুঁজছিলাম। গোয়েন্দা সংবাদ মারফত জানতে পারলাম তিনি ঢাকার বসুন্ধরায় অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে বসুন্ধরায় ভাড়া করা বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে তাকে নিয়ে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় নাশকতাসহ একাধিক অভিযোগ রয়েছে।

পু‌লিশ জানায়, তিনি শেখ সোহেলের বন্ধু পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে নিজের প্রভাব খাটাতেন।

্রিন্ট

আরও সংবদ