খুলনা | শনিবার | ০৮ নভেম্বর ২০২৫ | ২৪ কার্তিক ১৪৩২

সাবেক খেলোয়াড় সংঘর আয়োজনে

সুন্দরবন আবাসিক প্রকল্প মাস্টার্স কাপ ফুটবলে লাল দল চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক |
১১:৩৫ পি.এম | ০৭ নভেম্বর ২০২৫


সাবেক খেলোয়াড় সংঘ খুলনার আয়োজনে সুন্দরবন আবাসিক প্রকল্প  ৫ম মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্টে লাল দল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩ টায় বয়রা হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 
নির্ধারিত সময়ের খেলায় লাল দল ২-০ গোলে রূপালী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের পরশ ও সুজন গোল দু’টি করে। লাল দলের ৫ নম্বর জার্সিধারী মোস্তাফিজুর রহমান পলাশ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন মোল্লা মশিউল কবির বাপ্পি। প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন দেশ বরেণ্য সাবেক জাতীয় ফুটবলার শেখ মোঃ আসলাম। বিশেষ অতিথি ছিলেন কাজী নাসিবুল হাসান সাননু, স্বর্ণপদক বিজয়ী জাতীয় ক্রীড়াবিদ এড. শেখ জাকিরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর সুন্দরবন আবাসিক প্রকল্প সৈয়দ ইসতিয়াক হাসান, সাবেক খেলোয়াড় সংঘের উপদেষ্টাবৃন্দ, সাবেক খেলোয়াড় মুজিবর রহমান ফয়েজ, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম রিপন, টুর্নামেন্টের আহবায়ক শেখ হেমায়েত উল্লাহ, সদস্য সচিব শেখ মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম মনুসহ সংগঠনের সকল কর্মকর্তা এবং কার্যকরী সদস্যবৃন্দ। 
অনুষ্ঠানে সাবেক খেলোয়াড় সংঘের পক্ষ থেকে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের ফুটবল কোচ এস এম ইমরুল হাসান এবং ফুটবল উন্নয়ন ও প্রসারে বিশেষ ভূমিকা রাখায় ক্রীড়া সংগঠক মোঃ মঈনুল ইসলাম টুটুল (উপদেষ্টা সাবেক খেলোয়াড় সংঘ) কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক খেলোয়াড় সংঘের সভাপতি মোঃ নাসির উদ্দিন ঢালী ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ আশরাফ হোসেন। ফাইনাল খেলায় ধারা বিবরণী দেন বাংলাদেশ বেতারের ধারাভাষ্যকার দিলীপ বর্মন।

্রিন্ট

আরও সংবদ