খুলনা | শনিবার | ০৮ নভেম্বর ২০২৫ | ২৩ কার্তিক ১৪৩২

জাতীয় মহিলা বাস্কেটবল প্রতিযোগিতায় খুলনা চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক |
১১:৩৫ পি.এম | ০৭ নভেম্বর ২০২৫


জাতীয় মহিলা বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছে খুলনা মেয়েদের দল। শুক্রবার বিকেলে রাজধানীর ধানমণ্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে খুলনা ৫০-৪৫ পয়েন্টে পরাজিত করে বাংলাদেশ বিমান বাহিনীর দলকে।
বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ফাইনাল ম্যাচটি ছিল দারুণ প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ। ম্যাচের শুরু থেকেই খুলনার মেয়েরা দাপট দেখায় এবং শেষ মুহূর্ত পর্যন্ত লিড ধরে রাখে। দলের হয়ে সর্বোচ্চ স্কোর করেন রাবেয়া আক্তার। 
খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক ফেরদৌস আরা খানম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের কর্মকর্তারা ও ক্রীড়াপ্রেমীরা।

্রিন্ট

আরও সংবদ