খুলনা | শনিবার | ০৮ নভেম্বর ২০২৫ | ২৪ কার্তিক ১৪৩২

নিয়মিত শারীরিক পরিশ্রমে উৎসাহ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে নগরীতে সাইকেল র‌্যালি

খবর বিজ্ঞপ্তি |
০১:৩১ এ.এম | ০৮ নভেম্বর ২০২৫


নগরবাসীর নিয়মিত শারিরিক পরিশ্রমে উৎসাহ প্রদান ও স্বাস্থ্যকর জীবনধারায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে নগরীতে একটি সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কারিগরি সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশনের তত্ত¡াবধানে পরিচালিত ‘‘হেলদি সিটিস : আরবান গভর্ণন্যান্স ফর হেলথ এন্ড ওয়েলবিয়িং ইন খুলনা সিটি কর্পোরেশন’’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সাইকেল র‌্যালির আয়োজন করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক এন্ড প্রোটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ র‌্যালির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নগরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে শারীরিক পরিশ্রমের বিকল্প নেই। আমাদের সকল দিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সুস্বাস্থ্যের প্রতিও যতœবান হতে হবে। তাহলে এ শহর হবে প্রকৃতপক্ষে একটি স্বাস্থ্যকর শহর। আজকের এ কর্মসূচির মাধ্যমে নগরবাসীকে বেশী বেশী শারীরিক পরিশ্রম করার প্রত্যয় নেওয়ার আহŸান জানিয়ে তিনি র‌্যালির উদ্বোধন ঘোষণা করেন। 
সাইকেল র‌্যালিটি নগরীর সার্কিট হাউজের সামনে থেকে শুরু হয়ে কাস্টমঘাট মোড়, রূপসা চৌরাস্তা মোড়, পিটিআই মোড়, রয়্যাল মোড়, ময়লাপোতা মোড়, নিরালা মোড় হয়ে আবারও ময়লাপোতা মোড়, শিববাড়ি মোড়, পিকচার প্যালেস মোড় থেকে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে আবারও সার্কিট হাউজের সামনে এসে শেষ হয়।
প্রকল্পের প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেসিসি’র প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী সেলিমুল আজাদ, আমরা বৃহত্তর খুলনাবাসী’র সহ-সভাপতি সরদার আবু তাহের ও সেক্রেটারী ওমর ফারুক কচি। খুলনা সিটি কর্পোরেশনের কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাইক্লিং ক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ ও সাধারণ নাগরিকবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

্রিন্ট

আরও সংবদ