খুলনা | শনিবার | ০৮ নভেম্বর ২০২৫ | ২৪ কার্তিক ১৪৩২

জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন

রূপসায় প্রবাসী সোহেল হত্যাকান্ডে গ্রেফতার নেই : এলাকায় আতঙ্ক

রূপসা প্রতিনিধি |
০১:৩৪ এ.এম | ০৮ নভেম্বর ২০২৫


রূপসায় প্রবাসী যুবক সোহেলকে গুলি করে হত্যার ২৪ ঘন্টা অতিবাহিত হলেও ঘটনার সাথে জড়িত কাউকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করতে পারেনি। তবে পুলিশের দাবি ইতিমধ্যে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে। হত্যাকান্ডের কারণ সম্পর্কে পুলিশ পৃথক দুইটি বিষয়কে টার্গেট করে এগিয়ে যাচ্ছে। এদিকে গতকাল শুক্রবার নিহত সোহেলের মরদেহের ময়নাতদন্ত পূর্বক জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। ঘটনার পর থেকে  এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছে ।  
থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান  নিহত সোহেল হাওলাদারকে সন্ত্রাসীরা টার্গেট করে মাথায় এবং বুকে পরপর দু’টি গুলি করে মৃত্যু নিশ্চিত জেনে এলাকা থেকে পালিয়ে যায়। তবে পুলিশের সুরতহাল রিপোর্টে নিহতের বুকে এবং মাথাসহ একাধিক গুলির চিহ্ন রয়েছে। হত্যাকান্ডের কারণ সম্পর্কে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে অর্থনৈতিক লেনদেন অথবা অপর একটি গোপন বিষয়কে কেন্দ্র করে এ হত্যাকান্ড সংগঠিত হতে পারে। এ ব্যাপারে পুলিশের একাধিক টিম আসামিদের গ্রেপ্তারের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে ওসি সাংবাদিকদের জানিয়েছেন।
উল্লেখ্য রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামের রুস্তম  হাওলাদারের পুত্র সোহেল হাওলাদার (৪৫) কে বৃহস্পতিবার রাতে  অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্তরা বেপরোয়া গুলি করে মৃত্যু নিশ্চিত জেনে এলাকা ত্যাগ করে। ঘটনার পর থেকে  এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

্রিন্ট

আরও সংবদ