খুলনা | শনিবার | ০৮ নভেম্বর ২০২৫ | ২৪ কার্তিক ১৪৩২

চিতলমারীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

চিতলমারী প্রতিনিধি |
০২:১১ পি.এম | ০৮ নভেম্বর ২০২৫


বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ নিখোঁজ নয়ন শিকদার (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন।  শনিবার (০৮ নভেম্বর) সকাল ৭ টায় উপজেলার সুড়িগাতী গ্রামের শান্ত হালদারের মৎস্য ঘেরের ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত নয়ন শিকদার সুড়িগাতী গ্রামের মোশারফ শিকদারের ছেলে। ময়না তদন্তের জন্য তার মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
  
মৃত নয়ন শিকদারের নানা মাহাবুব মৃধা বলেন, ‘আমার জামাতা মোশাররফ শিকদারের রেবেকা নামে আগে এক স্ত্রী ছিল। সেই সংসারে ২ মেয়ে ও এক ছেলে রয়েছে। প্রথম স্ত্রী রেবেকা মোশারফকে ছেড়ে ছেলে-মেয়ে নিয়ে অন্যত্র থাকতো। বছর ছয়েক আগে আমার মেয়ে নাদিরা ওরফে ফারজানাকে মোশারফ বিয়ে করে। ফারজানার আগে চিতলমারী উপজেলাধীন উমাজুড়ি গ্রামের আজিজুল শেখের সাথে বিয়ে ছিলো। সেই ঘরে ফারজানার আট বছর বয়সী একটি ছেলে আছে। মোশারফকে বিয়ের পর থেকে ফারজানারা সুড়িগাতী গ্রামের মৎস্য ঘেরের পাড়ে বসবাস করত। শুক্রবার (০৭ নভেম্বর) সকাল ৯টার দিকে আমার নাতি নয়ন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে না পেয়ে ফারজানা সন্ধ্যায় চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করে। কিন্তু নয়নকে উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার সকালে সুড়িগাতি গ্রামের আকাশ হালদার তার চাচা শান্ত হালদারের ঘেরে কাজ করতে যায়। এ সময় শান্তর ডাকচিৎকারে নয়নের পরিবারের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।’

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, শিশু নয়ন শিকদারের মরদেহ উদ্ধার করে জিডিমুলে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রির্পোটের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 

্রিন্ট

আরও সংবদ