খুলনা | মঙ্গলবার | ১৮ নভেম্বর ২০২৫ | ৪ অগ্রাহায়ণ ১৪৩২

শিরোমনিতে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে গোলাম পরওয়ার

খবর বিজ্ঞপ্তি |
১২:০৫ এ.এম | ০৯ নভেম্বর ২০২৫


আদর্শ,  ন্যায় ও ইনসাফ পূর্ণ কল্যাণ রাষ্ট্র গঠনে নৈতিকতা সম্পন্ন যুব সমাজ দরকার উলে­খ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশ জাতি ও রাষ্ট্র গঠনে সবচেয়ে মূখ্য ভূমিকা পালন করে থাকে যুব সমাজ। অথচ আমাদের দেশে তারাই সবচেয়ে বেশি অবহেলিত। তাদের মেধার বিকাশে রাষ্ট্রের কোন অবদান নেই। খুলনার খানজাহান আলী থানাধীন পশ্চিম শিরোমনি ইয়াং সোসাইটি আয়োজিত নাইট ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।  
ইয়াং সোসাইটির সভাপতি মুরসালিন হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা কর্ম পরিষদ সদস্য এড. আবু ইউসুফ মোল­া, খানজাহান আলী থানা ছাত্রশিবির সভাপতি আল ইমরান শেখ, মাওলানা সাইফুল ইসলাম ও শেখ শাহাবুদ্দিন প্রমুখ। ফাইনাল ম্যাচে ট্রাইবেকারে ২-১ গোলে ড্রিম আইটি গ্যালাক্সি অফ শিরোমণিকে পরাজিত করে। 
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, আর্দশ যুব সমাজ প্রতিষ্ঠায় জামায়াত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইসলাম প্রতিষ্ঠা ও বাংলাদেশের যে কোন সমস্যায়  যুবকেরা যুগে যুগে অগ্রণী ভূমিকা পালন করেছে। দেশে কোন সমস্যা সমাধান বা উন্নয়নে যুবক সমাজের সহায়তা ছাড়া সম্ভব নয়। কিন্তু টেকসই উন্নয়ন না হওয়ার কারণ সৎ যোগ্য নেতৃত্বের অভাব। ইসলামী বাংলাদেশ বিনির্মাণে আর্দশ ও যোগ্যতা সম্পন্ন যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহŸান জানান।
 

্রিন্ট

আরও সংবদ