খুলনা | মঙ্গলবার | ১৮ নভেম্বর ২০২৫ | ৪ অগ্রাহায়ণ ১৪৩২

শেখ মনিরুল ইসলাম স্মৃতি মিনিবার প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত

কমল স্মৃতিকে হারিয়ে চ্যাম্পিয়ন রায়েরমহল লিজেন্ড

ক্রীড়া প্রতিবেদক |
১২:০৬ এ.এম | ০৯ নভেম্বর ২০২৫


শেখ মনিরুল ইসলাম স্মৃতি মিনিবার প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর সমাপ্তি হয়েছে। গত মঙ্গলবার রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠ প্রাঙ্গণে রায়েরমহল ইউনাইটেড ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করেছে। টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ গ্রহণ করে। 
শনিবার রাত ৮টায় শেখ মনিরুল ইসলাম স্মৃতি মিনিবার প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে কমল স্মৃতিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রায়েরমহল লিজেন্ট। টুর্নামেন্টের সমাপনীতে ম্যান অব দ্যা ম্যাচ হন আরিফ ও ম্যান অব দ্যা সিরিজ হন রায়ের মহল লিজেন্ট-এর তন্ময়।
রায়েরমহল ইউনাইটেড ক্লাব-এর আহবায়ক প্রভাষক শেখ ওজিয়ার রহমান মানিক-এর সভাপতিত্বে ও সদস্য সচিব এড. খাঁন মোঃ মিলন মাহামুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাবেক স্বর্ণপদক প্রাপ্ত জাতীয় ক্রীড়াবিদ ও খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য এড. শেখ জাকিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ক্রীড়াবিদ খান আব্দুল মান্নান, রায়ের মহল ডিগ্রি কলেজের সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদি, রায়েরমহল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আকতারউজ্জামান মুরাদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এড. কাজী খালিদ হাসান জনি।
টুর্নামেন্ট পরিচালনার সার্বিক সহযোগিতায় ছিলেন আহসান হাবিব বাপ্পি, কবির, ইনামুল, রিয়াদ, সাব্বির, শাওন, রিপন, দিপু, জনি, জীবন, জুয়েল, সজিব, রিদয়, আরাফাত, জাহেদুল, গুড্ডু, বাশার, রায়হান, রাজু, ফিরোজ, মফিজুল প্রমুখ।  

্রিন্ট

আরও সংবদ