খুলনা | রবিবার | ০৯ নভেম্বর ২০২৫ | ২৫ কার্তিক ১৪৩২

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করুন

|
১২:০৭ এ.এম | ০৯ নভেম্বর ২০২৫


সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মাসখানেকের মধ্যে তফসিল ঘোষিত হতে পারে। বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে অংশ নেওয়ার জন্য যেমন অপেক্ষায় আছে রাজনৈতিক দলগুলো, তেমনি অপেক্ষায় আছে দেশের মানুষ। কিন্তু এরই মধ্যে দেশব্যাপী সন্ত্রাসের বিস্তার জনমনে বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
সারা দেশেই বেড়েছে খুন, সন্ত্রাস, ডাকাতি, ছিনতাই, লুটতরাজ, অপহরণ, চাঁদাবাজির ঘটনা। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই সাধারণ অপরাধের সঙ্গে পাল­া দিয়ে বাড়ছে রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা। এরই মধ্যে নির্বাচনসংশ্লিষ্ট বা রাজনৈতিক কারণে অন্তত ১১ জন নিহত হওয়ার খবর এসেছে গণমাধ্যমে। তাই নির্বাচনের আগে আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক হতে পারে, তা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের শঙ্কাও কাজ করছে।
জাতীয় বা স্থানীয় উভয় নির্বাচনেই সংঘাত-সহিংসতার অনেক ঘটনা ঘটে। যত দিন যাচ্ছে, সংঘাতের ঘটনা ব্যাপক হচ্ছে। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ও সংঘাত-সহিংসতার ঘটনা ঘটবে, এমনটা ধরেই নেওয়া যায়। কিন্তু নিকট অতীতের কিছু তথ্য-উপাত্ত ও হিসাব-নিকাশ সেই শঙ্কাকে অনেক পরিমাণে বাড়িয়ে দেয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিয়ে যায়। এ ছাড়া গণ-অভ্যুত্থানের সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অনেক অস্ত্র লুট হয়। এগুলোর একটি বড় অংশ এখনো উদ্ধার করা যায়নি। বিভিন্ন সীমান্ত দিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র দেশে প্রবেশ করছে বলেও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়। স্থানীয়ভাবে আগ্নেয়াস্ত্র তৈরির খবরও প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে আসন্ন নির্বাচনের আগে আগে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা থেকেই যায়।
গত মঙ্গলবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম জানান, গত অক্টোবর মাসে কমপক্ষে ৬৪টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১০ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৫১৩ জন। বিএনপি’র সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণার মাত্র দুই দিনের মাথায় গত বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি’র সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল­াহ। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। একই রাতে চট্টগ্রামের রাউজানে সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। চট্টগ্রামে একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের ব্যর্থতাকে দায়ী করছেন অনেকে। এরশাদ উল­াহর ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার চট্টগ্রামে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রাজনৈতিক ও অরাজনৈতিক উভয় ধরনের সংঘাত-সহিংসতার ঘটনাই দ্রুত বাড়ছে। বাড়ছে অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনা। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসে অজ্ঞাতনামা লাশ উদ্ধারের ঘটনা কিছুটা বেড়েছে। সংগত কারণে মানুষের উদ্বেগও বাড়ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) বাংলাদেশ প্রাক-নির্বাচন পর্যবেক্ষক মিশনের বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনেও বলা হয়েছে, নির্বাচন সামনে রেখে বাংলাদেশের পরিস্থিতি এখনো নাজুক অবস্থায় রয়েছে।
অন্তর্বর্তী সরকারকে জননিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সারা দেশে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে যৌথ অভিযান আরো জোরদার করতে হবে। সীমান্ত দিয়ে কোনো অস্ত্র যাতে দেশে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। আমরা চাই, আগামী নির্বাচন হোক শান্তিপূর্ণ ও উৎসবমুখর।

্রিন্ট

আরও সংবদ