খুলনা | রবিবার | ০৯ নভেম্বর ২০২৫ | ২৪ কার্তিক ১৪৩২

বিতর্ক প্রতিযোগিতা সাংবাদিক গোলাম মোস্তফার পুত্র অনিক চ্যাম্পিয়ন

খবর বিজ্ঞপ্তি |
১২:২৯ এ.এম | ০৯ নভেম্বর ২০২৫


দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন কর্তৃক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ৭ নভেম্বর আয়োজিত বিভাগীয় পর্যায়ের বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে খুলনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র মোঃ মুশফিকুর রহমান অনিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাকসুদ হেলালী ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. শাহজাহান কবির। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনডিএফ’র কেন্দ্রীয় চেয়ারম্যান খুলনা পাবলিক কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তাকদিরুল গনিসহ অন্যন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উলে­খ্য, মোঃ মুশফিকুর রহমান অনিক সাংবাদিক স ম গোলাম মোস্তফার একমাত্র পুত্র।

্রিন্ট

আরও সংবদ