খুলনা | রবিবার | ০৯ নভেম্বর ২০২৫ | ২৪ কার্তিক ১৪৩২

৫নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে মহিলা সমাবেশ

খবর বিজ্ঞপ্তি |
১২:৩০ এ.এম | ০৯ নভেম্বর ২০২৫


খানজাহান আলী থানার গিলাতলা ৫নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে মহিলা সমাবেশ ওয়ার্ড সভাপতি সরওয়ার হোসেন নজরুলের সভাপতিত্বে সেক্রেটারি এস এম হেকমত আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়, শনিবার সকাল ৯টায়। এতে প্রধান অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য এড. আবু ইউসুফ মোল্লা, খানজাহান আলী থানা আমীর ডাঃ সৈয়দ হাসান মাহমুদ টিটো, উপজেলা কর্মপরিষদ সদস্য ও আটরা-গিলাতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফেজ মাওলানা গোলাম মোস্তফা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেখ ইসারাত আলী, হাফেজ আব্দুল্লাহ আল মামুন ও মাস্টার হেলাল উদ্দিন প্রমুখ। 
এর আগে, ৭ নভেম্বর রাত সাড়ে ৭টায় খুলনা-৫ আসনের কার্যালয়ে ডুমুরিয়া ও ফুলতলার ইউনিয়ন সভাপতি সম্মেলন জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও  গাউসুল আজম হাদী,  জেলা কর্মপরিষদ সদস্য শেখ সিরাজুল ইসলাম, এড. আবু ইউসুফ মোল্লা, অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, হাফেজ আমিনুল ইসলাম, আশরাফুল আলম, ছাত্রশিবিরের খুলনা উত্তর জেলা সভাপতি ইউসুফ ফকির, ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন, ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্লা, খানজাহান আলী থানা আমীর ডাঃ সৈয়দ হাসান মাহমুদ টিটো, ফুলতলা উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান, ডুমুরিয়া উপজেলা সেক্রেটারি মাষ্টার আব্দুর রশীদ বিশ্বাস ও খানজাহান আলী থানা সেক্রেটারি গাজী মোরশেদ মামুন প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ