খুলনা | রবিবার | ০৯ নভেম্বর ২০২৫ | ২৪ কার্তিক ১৪৩২

প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলে ৩ দিনের বার্ষিক ক্লাস পার্টি ও প্রীতিভোজ

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:৩১ এ.এম | ০৯ নভেম্বর ২০২৫


কুয়েট রোডের ল্যাবরেটরী স্কুল মোড়ে অবস্থিত প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের তিন দিনব্যাপী ক্লাস পার্টি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের উদ্বোধন অনুষ্ঠিত। শনিবার সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান মিজান।
অনুষ্ঠানের প্রথম দিনে প্লে এবং নার্সারি ক্লাসের বিভিন্ন শাখার শিক্ষার্থীদের অংশ গ্রহণে নাচ, গান, আবৃত্তি এবং ফ্যাশান শোসহ বিভিন্ন আয়োজনের মধ্যে বার্ষিক ক্লাসপার্টি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষক এবং অভিভাবকগণও বর্ণাঢ্য এই আয়োজনে অংশগ্রহণ করে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রতিটি ক্লাসের শিক্ষার্থীদের আলাদা-আলাদা ভাবে ভাগ্য পরীক্ষা লটারীর মাধ্যমে আকর্ষণীয় পুরস্কারের বিষয়টি। 
বিদ্যালয়ের শিক্ষক শারমিন স্মৃতির ও সুমির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বাবুরাম প্রসাদ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক তাহমিনা ইসলাম, যুথি, ফারজানা আক্তার, ময়না খাতুন, ইশা আক্তার, শামিয়া আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  আজ ৯ নভেম্বরর রবিবার প্রথম এবং দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের এবং আগামীকাল সোমবার ৩, ৪ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস পার্টির মধ্য দিয়ে জমকালো এই আয়োজনের সমাপ্তি ঘটবে।

্রিন্ট

আরও সংবদ