খুলনা | রবিবার | ০৯ নভেম্বর ২০২৫ | ২৪ কার্তিক ১৪৩২

গণসংহতি আন্দোলনের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা

রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠনের জন্যই রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা জরুরি

খবর বিজ্ঞপ্তি |
০১:৪১ এ.এম | ০৯ নভেম্বর ২০২৫


খুলনা-২ আসনে গণসংহতি আন্দোলনের জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল এবং খুলনা-১ আসনে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল আমিন শেখকে দলীয় সংসদ সদস্য প্রার্থী ঘোষণা দেয়ায় দলের খুলনা জেলা কমিটির উদ্যোগে শনিবার বিকেল ৫টায় জেলা কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুগ্ম-আহবায়ক টিপু সুলতান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আসিফ ইকবাল চৌধুরী। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল। বিশেষ অতিথি বক্তৃতা করেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল আমিন শেখ। বক্তৃতা করেন দলের জেলা সদস্য কবি নাজমুল তারেক তুষার, সাগর চ্যাটার্জী, কাইয়ুম শরীফ জনি প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে মুনীর চৌধুরী সোহেল বলেন, ১৯৭১ সালের মুক্তিদ্ধের মূল চেতনা ছিল, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার। কিন্তু বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত এই অঙ্গীকার পূরণ হয়নি। প্রতিষ্ঠিত হয়েছে স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী শাসনব্যবস্থা। বিশেষত বিগত ১৫ বছরে চরম গণবিরোধী শাসনব্যবস্থা জারি রেখে সাধারণ মানুষের অধিকার ও মর্যাদা কেড়ে নিয়েছে, ভোটাধিকার হরণ করে তাদের আত্মমর্যাদা ভুলুণ্ঠিত করেছে। রাষ্ট্রীয় দুর্নীতি, লুটপাট, অর্থপাচারের বিরুদ্ধে জনগণ যাতে বিপুল প্রতিরোধ গড়ে তুলতে না পারে সেজন্য জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন-আটক-গ্রেফতার ও কণ্ঠরোধ জারি রেখে ছিলো। নির্যাতন-নিপীড়নের এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থা সম্প্রসারিত হয়ে গুম-খুন-ক্রসফায়ার-পুলিশ হেফাজতে মৃত্যু অবধারিত ছিলো। মানুষের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম, বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম দফায় দফায় অস্বাভাবিক বৃদ্ধি জনগণের জীবনযাত্রা নিশ্চল হয়ে পড়ে। খুলনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুনীর চৌধুরী সোহেল বলেন, এই নিপীড়নমূলক রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন ঘটাতে হলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা দরকার। রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন দরকার। এই রাষ্ট্রের এই পুনর্গঠন ছিলো জুলাই গণঅভ্যুত্থানের জন-আকাক্সক্ষা। সেই লক্ষ্য বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
 

্রিন্ট

আরও সংবদ