খুলনা | রবিবার | ০৯ নভেম্বর ২০২৫ | ২৫ কার্তিক ১৪৩২

নগর মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তুহিন

সার্বভৌমত্ব স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০১:৪২ এ.এম | ০৯ নভেম্বর ২০২৫


নগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, ৭ নভেম্বরের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন, আজ সেই পথ আবার রুদ্ধ করতে চাওয়া হচ্ছে। কিন্তু জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।
গতকাল শনিবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহানগর বিএনপি’র সাত দিনের কর্মসূচির অংশ হিসেবে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বিএনপি নেতা তুহিন বলেন, একটি রাজনৈতিক দল জোট গড়ে চাপ সৃষ্টি করছে যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে। কিন্তু বিএনপি স্পষ্টভাবে বলছেÑগণভোট নির্বাচনের দিনই হতে হবে। দু’টি ভোট করতে গেলে অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে, প্রশাসনিক জটিলতা তৈরি হবে এবং মূল নির্বাচনের গুরুত্বও হারিয়ে যাবে। শফিকুল আলম তুহিন আরও বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী দল। আমরা নির্বাচন চাই, সংঘাত নয়। আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করবো এবং ইনশাআল্লাহ বিজয়ী হয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবোÑযেখানে থাকবে গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের অধিকার।
একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তুহিন বলেন, বিএনপি মাঠে নামলে আপনাদের কাউকে খুঁজেও পাওয়া যাবে না। ৭১ সালে যেমন জাতিকে বিভ্রান্ত করেছিলেন, এখনো তাই করছেন। সময় থাকতেই জাতির কাছে ক্ষমা চান। বর্তমান সময়ে রাজনীতিকে প্রভাবিত করতে নানা অপচেষ্টা চলছে, কিন্তু জনগণ এখন অনেক সচেতন, তারা জানে কারা সত্যিকার অর্থে দেশের পক্ষে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের খুলনা মহানগর আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন। বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ আজাদ, বীর মুক্তিযোদ্ধা শেখ আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদ খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ হান্নান হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ খালিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম খান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও বীর মুক্তিযোদ্ধা কেএম নূরুল ইসলাম প্রমূখ। পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান। 
সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মুক্তিযুদ্ধে ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

্রিন্ট

আরও সংবদ