খুলনা | রবিবার | ০৯ নভেম্বর ২০২৫ | ২৫ কার্তিক ১৪৩২

যোগীপোলে গ্রামবাসীর সাথে মতবিনিময়

জনগণের ভোটে সরকার গঠিত হলে বন্ধ হয়ে যাওয়া মিল-কারখানা পুনরায় চালু করা হবে : বকুল

খানজাহান আলী থানা প্রতিনিধি |
০১:৪৬ এ.এম | ০৯ নভেম্বর ২০২৫


বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার রক্ষায় সজাগ থাকতে হবে। নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করে ভোট বানচালের চেষ্টা চালানোকারীরাই জনগণের শত্র“। জনগণের অধিকার হরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
গতকাল শনিবার বিকেলে খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়নের তেলিগাতী গ্রামে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে মীর শওকত হোসেন হিট্টুর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান। বিশেষ বক্তা ছিলেন খানজাহান আলী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস ও শেখ আলমগীর হোসেন। এছাড়া স্থানীয় ১নং ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি’র কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল বলেন, একটি কুচক্রী মহল জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবর্তনের পথ রুদ্ধ করতে চায়। জনগণকে সতর্ক থাকতে হবে যাতে কোনো পক্ষ নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের সুযোগ নষ্ট করতে না পারে। তিনি বলেন, ভোটের মাধ্যমে জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। জনগণের ভোটে গঠিত সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক হয় এবং কর্মসংস্থান ও উন্নয়ন ত্বরান্বিত হয়।
বকুল অভিযোগ করে বলেন, গত ১৭ বছর ধরে বর্তমান সরকারের শাসনামলে খুলনার অর্থনৈতিক ভিত্তি পরিকল্পিতভাবে দুর্বল করে দেওয়া হয়েছে। সোনালী জুট মিলসহ বিভিন্ন শিল্প-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার শ্রমিক বেকার হয়েছেন। তিনি সাম্প্রতিক সময়ে সোনালী জুট মিল পরিদর্শনের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, মিলের যন্ত্রপাতি এমনকি দেয়ালের ইট পর্যন্ত খুলে নিয়ে যাওয়া হচ্ছে,যা অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের দৃষ্টান্ত।
তিনি বলেন, জনগণের ভোটে সরকার গঠিত হলে বন্ধ হয়ে যাওয়া মিল-কারখানা পুনরায় চালু করা হবে। কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় শিল্পের পুনর্জাগরণ এবং যুব সমাজের জন্য আয়মুখী সুযোগ নিশ্চিত করা হবে। নারীদের জন্য হেলথ কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা রয়েছে।কৃষকদের জন্য উন্নতমানের বীজ,সার ও কৃষি-প্রযুক্তি সরবরাহে স্মার্ট কার্ড ব্যবস্থা চালু হবে। জলাবদ্ধতা নিরসনে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, যেই প্রার্থীই ভোট চাইতে আসুক, তাকে জানতে হবে তিনি এতদিন কোথায় ছিলেন এবং জনগণের দুঃসময়ে তাঁর ভূমিকা কী ছিল। যারা শুধু নির্বাচনের সময় সক্রিয় হয়, তাদের পরিহার করার আহŸান জানান তিনি।
মতবিনিময় সভা শেষে সন্ধ্যায় রকিবুল ইসলাম বকুল একজন অসহায় মহিলাকে একটি চায়ের দোকান নির্মাণ ও চালু করতে সার্বিক সহযোগিতা করেন। পরে তিনি তেলিগাতী পূরবী সংঘ ক্লাব পরিদর্শন করেন এবং স্থানীয় যুব সমাজের খেলাধুলার উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।

্রিন্ট

আরও সংবদ