খুলনা | মঙ্গলবার | ১১ নভেম্বর ২০২৫ | ২৭ কার্তিক ১৪৩২

দাকোপ থানার ওসি সিরাজুল ইসলামের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৪ এ.এম | ১১ নভেম্বর ২০২৫


খুলনার দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)।
দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, শনিবার বিকেল ৪টার দিকে দাকোপ উপজেলার চালনা বাজারের ভাড়া বাড়িতে থাকা অবস্থায় তিনি স্ট্রোকে আক্রান্ত হন। পরে রাতেই তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি বাংলাদেশ পুলিশে পরিদর্শক (বিপি-৮৬১১১৩৪০১৬) পদে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। পুলিশের এ কর্মকর্তা রূপসা থানার ওসি তদন্ত হিসেবে দায়িত্ব পালন করেন।

্রিন্ট

আরও সংবদ