খুলনা | বুধবার | ১২ নভেম্বর ২০২৫ | ২৮ কার্তিক ১৪৩২

পাকিস্তানের ইসলামাবাদে আদালত চত্বরে গাড়ি বিস্ফোরণ, আহত ৮

খবর প্রতিবেদন |
০৩:২২ পি.এম | ১১ নভেম্বর ২০২৫


পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি স্থানীয় আদালতের বাইরে মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে গাড়ি বিস্ফোরণে অন্তত আটজন আহত হয়েছেন। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনাস্থলে থাকা একটি গাড়ির ভেতরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে থাকতে পারে। তবে পুলিশ বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।

এই ঘটনার মাত্র একদিন আগে ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা এলাকার কাছে পার্ক করা একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত তেরো জন নিহত হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন ইউএপিএ ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

ইসলামাবাদে এই বিস্ফোরণের আগের দিনই পাকিস্তানি বাহিনী খাইবার পাখতুনখোয়ার ওয়ানা শহরে সেনা পরিচালিত এক কলেজে জঙ্গিদের হামলার চেষ্টা ব্যর্থ করে দেয়। এপির বরাতে জানা যায়, এক আত্মঘাতী বোমারু ও পাঁচজন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সদস্য ওই কলেজে হামলা চালায়। সেনারা পাল্টা অভিযান চালিয়ে দুই জঙ্গিকে হত্যা করে এবং বাকিদের ভবনের ভেতরে ঘিরে ফেলে, ফলে জিম্মি নেওয়ার পরিকল্পনা ভেস্তে যায়।

্রিন্ট

আরও সংবদ