খুলনা | রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫ | ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

অর্থ ‘আত্মসাৎ’: সাবেক ভূমিমন্ত্রী জাবেদ পরিবারের বিরুদ্ধে দুদকের ৪ মামলা

খবর প্রতিবেদন |
০৩:৪৮ পি.এম | ১১ নভেম্বর ২০২৫


কৃষককে ব্যবসায়ী সাজিয়ে ব্যাংক ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চারটি মামলা করেছে দুদক।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ মামলাগুলো করা হয়েছে বলে জানান সংস্থাটির উপ পরিচালক সুবেল আহমেদ।

তিনি জানান, দণ্ডবিধির ৪০৬/৪-৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইনের ১৯৪৭ এর ৫(২) ও মানিলান্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ও (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

চার কৃষককে ব্যবসায়ী সাজিয়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পারিবারিক মালিকানাধীন ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ঋণ অনুমোদন করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে মামলাগুলো করা হয়।

চারটি মামলার দুটিতে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামালকে আসামি করা হয়েছে। আর তার ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি, আসিফুজ্জামান চৌধুরী ও ব্যাংকের সাবেক পরিচালক বশির আহমেদকে চারটি মামলার প্রত্যেকটিতে এবং বোন রোকসানা জামান চৌধুরীকে দুইটি মামলায় আসামি করা হয়েছে।

চারটি মামলার একটিতে অভিযোগ করা হয়, ইউনুস নামে এক কৃষককে ব্যবসায়ী সাজিয়ে ইউনাইটেড ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের লাইসেন্স গ্রহণ করা হয়। পরে সেটি দিয়ে সইবিহীন ও ভুয়া মোবাইল নম্বর দিয়ে একটি হিসাব খুলে ৯ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ঋণ উত্তোলন করে আত্মসাৎ করা হয়।

এ মামলাটিতে ইউসিবিএল’র সাবেক পরিচালক বশির আহমেদকে প্রধান আসামি করে সাবেক ভূমিমন্ত্রীর ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি, আসিফুজ্জামান চৌধুরীসহ ব্যাংক কর্মকর্তা ১৩ জনকে আসামি করা হয়েছে।

নুরুল বশর নামে এক কৃষককে বশর ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানের মালিক ও ইলেকট্রনিক্স পণ্যের আমদানিকারক সাজিয়ে ৮ কোটি টাকা ঋণ উত্তোলন করে আত্মসাত করার অভিযোগ আনা হয়েছে। মামলাটিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামান, ভাই আনিসুজ্জামান রনি, আসফিকুজ্জামান, বোন রোকসানা জামানসহ ১৭ জনকে আসামি করা হয়েছে।

ফরিদুল আলম নামে এক কৃষককে ইউনিক এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের মালিক ও ইলেকট্রনিক্স, কসমেটিকস ও খাদ্য পণ্যের আমদানিকারক সাজিয়ে ৮ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামান, ভাই আনিসুজ্জামান রনি, আসফিকুজ্জামানসহ ১৯ জনকে আসামি করা হয়েছে।

আইয়ুব নামে এক কৃষককে মোহাম্মদীয়া এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের মালিক ও ইলেকট্রনিক্স ও খাদ্যদ্রব্যের আমদানিকারক সাজিয়ে পাঁচ কোটি ২০ লাখ টাকা ঋণ উত্তোলন এবং আত্মসাতের অভিযোগে করা মামলায় আনিসুজ্জামান, রোকসানা জামান, আসফিকুজ্জামানসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।

চারটি মামলার প্রত্যেকটিতে প্রধান আসামি করা হয়েছে ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক বশির আহমেদকে। আর প্রত্যেকটি হিসাবই স্বাক্ষর ছাড়া এবং ভুয়া মোবাইল নম্বর দিয়ে খোলা বলে অভিযোগ করা হয় মামলায়।

্রিন্ট

আরও সংবদ