খুলনা | বুধবার | ১২ নভেম্বর ২০২৫ | ২৮ কার্তিক ১৪৩২

ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণ, ভারতের দিকে আঙ্গুল তুলল পাকিস্তান

খবর প্রতিবেদন |
০৬:০৭ পি.এম | ১১ নভেম্বর ২০২৫


পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আদালতের বাইরে আত্মঘাতী বিস্ফোরণের পেছনে ভারতের হাত রয়েছে বলে দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি অভিযোগ করেছেন যে এই হামলায় “ভারতের সক্রিয়ভাবে সমর্থিত” চরমপন্থি গোষ্ঠীগুলো জড়িত।

মঙ্গলবার দুপুরে ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।

ঘটনার পরপরই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে শাহবাজ শরিফ বলেন, ‘ভারতের সন্ত্রাসী প্রক্সিগুলোর মাধ্যমে পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা নিন্দনীয়। ভারতকে এই অঞ্চলে প্রক্সির মাধ্যমে সন্ত্রাস ছড়ানোর জঘন্য কাজ থেকে বিরত থাকতে হবে।’

শাহবাজ শরিফ আরও জানান, তিনি ইসলামাবাদের এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং যারা দায়ী, তাদের বিচারের মুখোমুখি করা হবে।

অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই বিস্ফোরণের জন্য আফগানিস্তানের দিকে ইঙ্গিত করে এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘কাবুলের শাসকরা পাকিস্তানে সন্ত্রাস বন্ধ করতে পারে, কিন্তু ইসলামাবাদে এই যুদ্ধ নিয়ে আসা কাবুলের একটি বার্তা, যার জবাব পাকিস্তান পুরোপুরি দিতে সক্ষম’।

এদিকে পাকিস্তানি কর্তৃপক্ষের করা অভিযোগ সম্পর্কে ভারত এখনো কোনো মন্তব্য করেনি।

এরআগে সোমবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লা মেট্রো স্টেশনের পাশে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে এখন পর্যন্ত আটজনের মৃত্যুর কথা স্বীকার করেছে প্রশাসন। তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটল— সে সম্পর্কে এখনও কোনো তথ্য না দিলেও সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কা করছেন দিল্লি পুলিশ কর্মকর্তারা।

এদিকে ভারতের একাধিত সংবাদমাধ্যমের খবরে দিল্লির বিস্ফোরণের পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে বর্তমানে ভূটান সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় জড়িত কেউই রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের তদন্ত সংস্থাগুলো এই ষড়যন্ত্রের মূল পর্যন্ত পৌঁছাবে। যারা এর পেছনে আছে, তাদের কেউই ছাড় পাবে না। এই ঘটনায় দায়ী সকলকে বিচারের আওতায় আনা হবে।’
সূত্র: বিবিসি, এনডিটিভি

্রিন্ট

আরও সংবদ