খুলনা | বুধবার | ১২ নভেম্বর ২০২৫ | ২৮ কার্তিক ১৪৩২

ঢাকার জাতীয় সমাবেশ সফল করতে সিপিবির তিনদিনের ঝটিকা প্রচার

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৬ এ.এম | ১২ নভেম্বর ২০২৫


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঘোষিত ১৪ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে খুলনায় ৮ থেকে ১০ নভেম্বর ঝটিকা প্রচার অভিযান অনুষ্ঠিত হয়। ৮ নভেম্বর খুলনা থেকে পাইকগাছা কয়রা; ৯ নভেম্বর গল্লামারী থেকে বটিয়াঘাটা, চালনা-বাজুয়া বানিশান্তা পর্যন্ত ও ১০ নভেম্বর দৌলতপুর, ফুলতলা শাহাপুর, খর্নিয়া, ডুমুরিয়া, শরাফপুর, কৈয়া পর্যন্ত পিকআপে করে এই প্রচার অভিযান অনুষ্ঠিত হয়। এই সময় পথে পথে সমাবেশ, পথসভা, হাটসভা, মিছিল, প্রচারপত্র বিলি করা হয়। তিনদিনের এই কর্মসূচিতে বিভিন্ন জায়গায় বক্তৃতা করেন পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও খুলনা জেলা কমিটি সভাপতি এস এ রশীদ, জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, সহকারী সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ডুমুরিয়া উপজেলা সভাপতি এড. চিত্তরঞ্জন গোলদার, বটিয়াঘাটা উপজেলায় সভাপতি অশোক সরকার, ফুলতলা উপজেলা সভাপতি গাজী আফজাল হোসেন, পাইকগাছা উপজেলার সভাপতি কমরেড এড. প্রশান্ত মন্ডল, কয়রা উপজেলা কমিটির সভাপতি হাবিবুর রহমান, দাকোপ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মন্ডল, মহানগর কমিটির সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, জেলা কমিটির সদস্য তোফাজ্জেল হোসেন, দাকোপ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায়,  মোস্তাফিজুর রহমান রাসেল, রঙ্গলাল মৃধা, এ্যাড. কাজী হুমায়য়ারা পলি, সমীরণ রায়, জাকির হোসেন, কুমার প্রিন্স, প্রভাষ মন্ডল, আলী আজম, শরিফুল ইসলাম সেলিম, ফরহাদ হোসেন মিটন, রিয়াজুর রহমান, অহিদুর রশিদ প্রমুখ। 
সভায় বক্তারা বলেন, আগামী ১৪ নভেম্বরের সমাবেশ হবে এদেশের মেহনতি মানুষের শ্রমিক কৃষক, ক্ষেতমজুর, দলিত, মথুয়া, আদিবাসী, গার্মেন্টস শ্রমিক, চা শ্রমিক, সুফী পন্থী, লালন পন্থী, মৎস্যজীবী, বেদে স¤প্রদায়সহ ১০০টির বেশী জাতি-গোষ্ঠীর মানুষ প্রতিনিধির। এ সময় তিন দিনে শতাধিক জায়গায় প্রচারপত্র বিলি, ৬০টি হাট-বাজারে সভা সমাবেশ মিছিল অনুষ্ঠিত হয়। 

্রিন্ট

আরও সংবদ