খুলনা | বুধবার | ১২ নভেম্বর ২০২৫ | ২৮ কার্তিক ১৪৩২

ডুমুরিয়ায় বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে লবির মতবিনিময়

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:৩৯ এ.এম | ১২ নভেম্বর ২০২৫


ডুমুরিয়ায় বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলি আসগার লবি বলেন, ডুমুরিয়া-ফুলতলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠন একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। ভেদাভেদ ভুলে সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ধানের শীষ প্রতীকে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। 
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা যুবদলের আহবায়ক প্রভাষক মঞ্জুর রশিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা যুবদলের আহŸায়ক এবাদুল হক রুবায়েত, সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও মোল্লা মোশাররফ হোসেন মফিজ। বক্তব্য দেন মোল্লা কবির হোসেন, খান ইসমাইল হোসেন, শেখ সরোয়ার হোসেন, মোল্লা মাহাবুবুর রহমান, মশিউর রহমান লিটন, মোল্লা মশিউর রহমান, আবু সাঈদ ফকির, বিএম আইয়ুব আহমেদ, শেখ মাহাবুর রহমান, শেখ ফরিদ হোসেন, শেখ আঃ মান্নান, মোঃ তুহিন সরদার প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ