খুলনা | বুধবার | ১২ নভেম্বর ২০২৫ | ২৮ কার্তিক ১৪৩২

নগরীর দু’টি আসনে একত্রে প্রচারে নামছে বিএনপি

শীর্ষ নেতাদের কয়েক দফা বৈঠক মঞ্জু-মনার দূরত্বের অবসান

এন আই রকি |
১২:৫৬ এ.এম | ১২ নভেম্বর ২০২৫


বরফ বলতে শুরু করেছে খুলনা মহানগর বিএনপি’র রাজনীতিতে। খুলনা-২ (সদর ও সোনাডাঙ্গা) আসনে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুকে দলীয় মনোনয়ন দেওয়ার পর কিছুটা বিভ্রান্তিতে পড়ে বর্তমান কমিটির নেতৃবৃন্দ। ২০২১ সালের ডিসেম্বরের পর থেকে মহানগর বিএনপি’র রাজনীতি থেকে দূরে ছিলেন নজরুল ইসলাম মঞ্জু। তিনি তার অনুসারীদের নিয়ে পৃথকভাবে রাজনৈতিক সকল কর্মকান্ড পরিচালনা করে আসছিলেন। আসনটিতে মনোনয়ন প্রত্যাশা ছিলেন মহানগর বিএনপি’র সভাপতি শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। কিন্তু গত ৩ নভেম্বর তাদের মনোনয়ন না দিয়ে আসনটির সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুকে দলীয় মনোনয়ন দেয়া হয়। এরপর থেকে নজরুল ইসলাম মঞ্জুসহ তাদের অনুসারী এবং বর্তমান কমিটির দূরত্ব কমিয়ে আগামী নির্বাচনে একত্রে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য  কয়েক দফা বৈঠক করা হয়। বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক এবং খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুলের মধ্যস্থতায় নজরুল ইসলাম মঞ্জুর অনুসারী এবং বর্তমান বিএনপি’র কমিটির নেতৃবৃন্দ বৈঠক করেন। খুব দ্রুত খুলনার-২ এবং খুলনা-৩ আসনে ধানের শীষের পক্ষে মহানগর বিএনপি’র নেতৃত্বে নির্বাচনী প্রচারণা শুরু হবে। পাশাপাশি যারা এখন পদে আছে এবং যারা পদবঞ্চিত ছিল সকলকে নিয়ে নির্বাচনী পরিচালনা কমিটি করা হবে। 
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, গত রোববার নজরুল ইসলাম মঞ্জুর বাসভবনে একান্ত বৈঠক করেন রকিবুল ইসলাম বকুল। গত সোমবার ও মঙ্গলবার রাতে খুলনা ক্লাবে বর্তমান মহানগর বিএনপি’র সভাপতি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ও সাবেক কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি বৈঠক করেন। 
এর আগে মহানগর বিএনপি’র সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সাথে এবং সদর ও সোনাডাঙ্গা থানা নেতৃবুন্দের সাথে পৃথক পৃথক বৈঠক করেন দলের কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল। দীর্ঘ চার বছর নজরুল ইসলাম মঞ্জু নগর বিএনপি’র রাজনীতি সাথে না থাকার কারণে মহানগর বিএনপি’র কমিটি  ও খুলনা-২ আসনের দু’টি থানার কমিটি প্রাথমিকভাবে যৌথভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অনিহা প্রকাশ করে। যার ফলশ্র“তিতে মহানগর বিএনপি’র সাথে নজরুল ইসলাম মঞ্জুর দূরত্ব থেকে যায়। এই বিষয়টির সমাধানের দায়িত্ব দেয়া হয় রকিবুল ইসলাম বকুলকে। এরপর থেকে তিনি কয়েক দফা শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন। অবশেষে সেই বরফ গলতে শুরু করে। রকিবুল ইসলাম বকুলের সমঝোতায় খুব দ্রুতই নগরীর দু’টি আসনে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণা ও পরিকল্পনা করা হবে। 
মহানগর বিএনপি’র সভাপতি এস এম শফিকুল আলম মনা জানান, মঞ্জু ভাইয়ের সাথে আমরা বৈঠক করেছি। আরো বৈঠক হবে। দীর্ঘদিনের একটু দূরত্ব ছিল সেটি আস্তে আস্তে কমতে শুরু করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আগামীতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন করব। দুই একের ভিতর বিষয়টি আপনারা দেখতে পারবেন। 
সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমি চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার পর এখনো পরিপূর্ণ সুস্থ হয়ে উঠতে পারিনি। বর্তমান মহানগর বিএনপি নেতৃবৃন্দের সাথে আমরা কয়েক দফা বৈঠক করেছি। রকিবুল ইসলাম বকুলের মধ্যস্থতায় এই বৈঠক করা হয়েছে। আমরা আবারো বসবো। দীর্ঘদিনের দূরত্ব রয়েছে। পদবঞ্চিত যারা আছে তাদের নিয়ে এবং বর্তমান মহানগর বিএনপি’র কমিটিকে সাথে নিয়ে আগামীতে দুটি আসনের নির্বাচনী প্রচারণা একত্রে শুরু করব। বৈঠকের ভিতর সবাইকে নিয়ে নির্বাচন পরিচালনা কমিটি করার প্রস্তাবনা আছে। সংসদ সদস্য প্রার্থী, মহানগর বিএনপি’র কমিটি এবং পদবঞ্চিত নেতাদের নিয়ে যৌথভাবে সংবাদ সম্মেলন করারও পরিকল্পনা আছে। যত দ্রুত সম্ভব আমরা এটি করব। এতদিন অপেক্ষা করেছেন আর দু’একটা দিন অপেক্ষা করেন। খুব দ্রুতই ঐক্যবদ্ধ বিএনপি ধানের শীষের পক্ষে মাঠে নামবে।
কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক এবং খুলনা-৩ আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেন,  আগামীতে কিভাবে খুলনা-২ এবং খুলনা-৩ আসনে নির্বাচনী কাজ করবো তার পরিকল্পনা করা হচ্ছে। মহানগরের বর্তমান কমিটি ও সাবেক কমিটির নেতৃবৃন্দ নিয়ে কয়েক দফা বৈঠক হয়েছে।

্রিন্ট

আরও সংবদ