খুলনা | বুধবার | ১২ নভেম্বর ২০২৫ | ২৮ কার্তিক ১৪৩২

আদর্শ জাতি গঠনে শিক্ষকদের মর্যাদাই সবার আগে : বকুল

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৩ এ.এম | ১২ নভেম্বর ২০২৫


কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক খুলনা-৩ আসনের মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেন, যে জাতি গুণীজনের সম্মান দিতে জানে না, সে জাতি কখনো বড় হতে পারে না। একটি আদর্শ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হলে সবার আগে শিক্ষকদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে। আমরা ভালো ফলাফলের আশা করি, কিন্তু যারা এই ফলাফলের কারিগর, সেই শিক্ষকদের জীবনযাত্রা ও সম্মান নিয়ে সচেতন হই না এটাই আজকের সমাজের বড় দুর্বলতা।
মঙ্গলবার দুপুরে খুলনার খানজাহান আলী থানার ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত “এসএসসি ২০২৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে আটটি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে বকুল বলেন, একসময় আমরা শিক্ষকদের দেখলে শ্রদ্ধায় মাথা নত করতাম। সেই শাসন ও স্নেহই আমাদের মানুষ করেছে। আজ সেই সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে।
বক্তব্যের একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র হৃদয় আহমেদ জানায়, সে বড় হয়ে পুলিশ অফিসার হয়ে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চায়। আর কুয়েট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী আশফাকুস সুরাইয়া বলেন, তিনি একজন আদর্শ শিক্ষক হয়ে নতুন প্রজন্মের মাঝে জ্ঞানের আলো ছড়াতে চান। শিক্ষার্থীদের এই স্বপ্নে করতালিতে মুখরিত হয় অনুষ্ঠানস্থল। মাদক ও দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সতর্ক থাকার আহবান জানিয়ে বকুল বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে মনোযোগী হতে হবে। এতে তরুণরা যেমন শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হবে, তেমনি সমাজও মাদকমুক্ত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু সাঈদ হাওলাদার, সভাপতি, কার্যনির্বাহী কমিটি। উপস্থিত ছিলেন মো. মনিরুল ইসলাম, আয়েশা সিদ্দিকা, শাহিনুল ইসলাম, আবু জাফর, জাহিদ হোসেন, অরবিন্দু কুমার মন্ডল ও এসএ রহিম প্রমুখ।
সংবর্ধনা প্রদান করা হয় ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কুয়েট মাধ্যমিক বিদ্যালয়, মিরেরডাঙ্গা আলিম মাদ্রাসা, সরকারি ল্যাবরেটরি স্কুল, কেডিএ স্কুল, আর আর এফ স্কুল, তেলিগাতী হাই স্কুল ও সোনালী জুট মিলস স্কুলের কৃতি শিক্ষার্থীদের।

্রিন্ট

আরও সংবদ