খুলনা | বুধবার | ১২ নভেম্বর ২০২৫ | ২৮ কার্তিক ১৪৩২

চুয়াডাঙ্গায় জুলাই শহীদ শুভর মরদেহ উত্তোলন পরিবারের বাধায় স্থগিত

নিজস্ব প্রতিবেদক |
০৩:৪৭ পি.এম | ১২ নভেম্বর ২০২৫


চুয়াডাঙ্গায় জুলাই ছাত্র-জনতার আন্দোলনে শহীদ শাহরিয়ার শুভর মরদেহ কবর থেকে উত্তোলনে বাধা দেয় তার পরিবার। ফলে মরদেহ উত্তোলন কার্যক্রম স্থগিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামের কবরস্থান থেকে শুভর মরদেহ উত্তোলনের কথা ছিল। তবে পরিবারের সদস্যরা কবর থেকে মরদেহ উত্তোলনের ব্যাপারে লিখিতভাবে আপত্তি জানায়। এ কারণে মরদেহ উত্তোলন না করে ফিরে যান সংশ্লিষ্টরা।

কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে ঢাকার মিরপুরে গুলিতে নিহত হন চুয়াডাঙ্গার শাহরিয়ার শুভ। শুভ চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামের আবু সাঈদের ছেলে।

চুয়াডাঙ্গা  সদর থানার এসআই অনুজ কুমার জানান, ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে গুলিতে আহত হন চুয়াডাঙ্গার শাহরিয়ার শুভ। ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই মারা যান তিনি। পর দিন চুয়াডাঙ্গার শংকরচন্দ্র গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের এসআই রোকনুজ্জামান উচ্চতর তদন্তের জন্য কবর থেকে মরদেহ উত্তোলনের জন্য ঢাকার চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। কবর থেকে মরদেহ উত্তোলনের পর সুরতহাল প্রস্তুত ও ময়নাতদন্তের আদেশ দেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা বুধবার সকালে চুয়াডাঙ্গায় যান। জেলা প্রশাসনের সরকারি কমিশনার আশফাকুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন মরদেহ উত্তোলনের জন্য। এ সময় শাহরিয়ার শুভর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা কবর থেকে মরদেহ উত্তোলনের ব্যাপারে লিখিতভাবে আপত্তি জানান। এ কারণে মরদেহ উত্তোলন সম্ভব হয়নি কবর থেকে।

্রিন্ট

আরও সংবদ