খুলনা | শুক্রবার | ১৪ নভেম্বর ২০২৫ | ২৯ কার্তিক ১৪৩২

সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে ক্রিকেটার মুস্তাফিজের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা |
০৪:২৮ পি.এম | ১২ নভেম্বর ২০২৫


সাতক্ষীরা জেলা পুলিশ সুপার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় দলের বরণ্য ক্রিকেটার মোঃ মুস্তাফিজুর রহমান।

সাতক্ষীরা জেলা পুলিশের এক ফেসবুক পোস্ট থেকে জানা যায়, মঙ্গলবার (১১ নভেম্বর) সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের গর্ব, সাতক্ষীরার কৃতী সন্তান মোঃ মুস্তাফিজুর রহমান।

সৌজন্য সাক্ষাৎকালে পুলিশ সুপার তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং দেশের জন্য তাঁর অসামান্য ক্রীড়া অবদানের ভূয়সী প্রশংসা করেন। এ সময় দুইজনের মধ্যে জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, তরুণ প্রজন্মের খেলাধুলায় অংশগ্রহণ বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন, জেলা পুলিশের বিশেষ শাখার ডিএসবি), 
ডিআইও-১, মোঃ মনিরুল ইসলাম, ইন্সপেক্টর (ক্রাইম) মোঃ সাইফুল ইসলাম প্রমূখ।

পরে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে ক্রিকেটার মুস্তাফিজকে একটি ওয়ালমেট উপহার দেয়া হয়। 

্রিন্ট

আরও সংবদ