খুলনা | বৃহস্পতিবার | ১৩ নভেম্বর ২০২৫ | ২৯ কার্তিক ১৪৩২

টিএসসিতে ককটেল বিস্ফোরণ : রাজধানীর ধোলাইপাড়ে একটি, গাজীপুরে ৩ বাসে আগুন : মিরপুরে যাত্রীবেশে উঠে বাসে আগুন

আগুন সন্ত্রাস-ককটেলবাজি, জনমনে উদ্বেগ

খবর প্রতিবেদন |
১২:৩৬ এ.এম | ১৩ নভেম্বর ২০২৫


গত তিন দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আগুন সন্ত্রাস ও ককটেলবাজির ঘটনা ঘটেছে। এমনকি বাসে অগ্নিসন্ত্রাসীদের দেওয়া আগুনে ঘুমন্ত অবস্থায় পুড়ে অঙ্গার হয়েছেন গাড়ির চালক। চলতি সপ্তাহে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ককটেল নিক্ষেপ করা হয়েছে স্কুলসহ কয়েকটি প্রতিষ্ঠানে। এ ধরনের সন্ত্রাস-নাশকতার কারণে চাকুরিজীবী, শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ীসহ সাধারণ নাগরিকদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক-উদ্বেগ-উৎকণ্ঠা । যদিও নাগরিকদের জানমালের সুরক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এমনকি এসব ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধান শেখ হাসিনাসহ কয়েকজন নেতার মামলার রায়কে কেন্দ্র করে মাঠে নামার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি কেন্দ্র করে এ ধরনের ঘটনা ঘটছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্র জানায়, বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। কে বা কারা এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে সেটা জানা যায়নি। গাজীপুরে আলাদা তিন স্থানে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার শ্রীপুর, মহানগরীর ভোগড়া বাইপাস ও চক্রবর্তী এলাকায় এসব অগ্নিসংযোগ করা হয়। তিনটি ঘটনায় বাসগুলো পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মঙ্গলবার ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিলে চালক নিহত হন। গত দু-তিনদিনে ঢাকায় বেশ কয়েকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজনৈতিক কার্যালয় লক্ষ্য করে ছোড়া হয়েছে ককটেল।
এসব ঘটনায় দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। তারা সতর্ক করে বলেন, সহিংসতা অব্যাহত থাকলে দেশে অস্থিতিশীলতা বাড়বে, ব্যবসা-বাণিজ্য ব্যাহত হবে এবং সাধারণ মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
সহিংস কর্মকাণ্ড বন্ধে দৃঢ় প্রতিশ্র“তি, নাগরিকদের নিরাপদ চলাচল ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে আহবান জানিয়েছেন তারা।
টিএসসিতে ককটেল বিস্ফোরণ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। 
শাহবাগ থানার সাব ইন্সপেক্টর কামাল উদ্দিন জানান, তারা প্রাথমিকভাবে ধারণা করছেন এগুলো ককটেল হতে পারে। তবে জব্দ করা আলামত দেখে এক্সপার্টরা জানাতে পারবে কী ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়েছে।
তিনি বলেন, এতে সামান্য কিছু বারুদ থাকতে পারে। মাদ্রাসা শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম চাকলাদার হেঁটে বাসায় যাওয়ার সময় তার পিঠে ককটেল লাগে। এছাড়া, নিউজ টোয়েন্টিফোরের একজন মাল্টিমিডিয়া রিপোর্টার নাজমুস সাকিবের বাইকে একটি ককটেল বিস্ফোরিত হয় এবং বাইকের ‘তেলের ট্যাংক’ ফেটে যায়। তিনি ব্যথা পেয়েছেন। 
প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসিতে গুম বিষয়ক একটি ডকুমেন্টারি প্রদর্শন চলছে। হঠাৎ সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে দু’টি ককটেল নিক্ষেপ করা হয়।
কয়েকজন পথচারী জানান, কে বা কারা সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে ককটেল দু’টি ছোড়ে। টিএসসির সামনে বোমা দু’টি বিস্ফোরিত হয়। এতে একজন সামান্য আহত হয়েছেন। তবে, গুরুতর কোনো ক্ষতি কারও হয়নি।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ককটেল দু’টি বিস্ফোরণের পরপরই আশপাশের শিক্ষার্থী ও জনগণ এগিয়ে আসে। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে যেখান থেকে ককটেল ছোড়া হয়েছে, তারা সেদিয়ে দৌড়ে যান দুষ্কৃতকারীদের ধরার উদ্দেশ্যে। তবে কাউকে সেখানে পাওয়া যায়নি। একজন সংবাদকর্মীর মোটরসাইকেল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। 
তারা আরও জানান, ঘটনার কিছুক্ষণ পরই পুলিশ ঘটনাস্থলে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরাও একই সময় উপস্থিত হন। 
ঘটনাটির প্রাথমিক তদন্তে থাকায় পুলিশের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ঢাবির প্রক্টরিয়াল বডির সদস্যরাও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। 
সংবাদমাধ্যমের প্রতিবেদকরা জানিয়েছেন, তারা আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণ ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি আলোচনাধর্মী অনুষ্ঠান পরিচালনা করছিলেন। অনুষ্ঠানটি লাইভ চলছিল। সেটি শেষ হতে না হতেই পরপরই দু’টি ককটেল বিস্ফোরণ ঘটে।
রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন : রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে। তবে এ আগুন কোনো দুর্বৃত্ত দেয়নি। গাড়ির কাজ করার সময় হঠাৎ আগুন লেগে যায়। বুধবার বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।
তিনি জানান, গাড়ির কাজ করার সময় হঠাৎ ব্যাটারি সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কোনো হতাহত নেই। গাড়ির মিস্ত্রির ভুলে এ আগুনের ঘটনা ঘটে বলে জানান রমনা থানার ওসি।
গাজীপুরে তিন বাসে আগুন : সিটি কর্পোরেশনের বাসন ও কাশিমপুর থানা এলাকা ও শ্রীপুরে পৃথক স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় বাস পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার দিবাগত রাতে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বাসন থানাধীন ভোগড়া বাইপাসের পাশেপেয়ারা বাগান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের এক বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভোগড়ার মডার্ন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ইকবাল হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা নিরাপত্তার স্বার্থে প্রথমে পুলিশকে জানাই। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস একসঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও জানান, আগুন দেওয়ার সময় বাসে কোনো লোক ছিল না। ধারণা করা হচ্ছে, রাতে হয়তো বাসটি সড়কের পাশে পার্ক করে রেখে দেওয়া হয়েছিল।
অন্যদিকে, একই রাতে কাশিমপুর থানাধীন কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে ওই বাসের বেশ কিছু সিট পুড়ে গেছে।
এদিকে, শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় ভোর ৪টা ৫০ মিনিটে এক বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজধানীর ধোলাইপাড়ে বাসে আগুন : রাজধানীর ধোলাইপাড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। 
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পোস্তগোলা স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ধোলাইপাড়ে একটি বাসে আগুন লাগার খবর পাই। পোস্তগোলা স্টেশনের দু’টি ইউনিট সেখানে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পেট্রলবোমা হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত রমনা, উত্তরা, মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় অন্তত পাঁচটি ঘটনা ঘটে।
রমনায় পুলিশের একটি পিকআপ ভ্যান ও উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার কারণ ‘যান্ত্রিক ত্র“টি’ বলে দাবি করেছে পুলিশ। তবে মিরপুরের শাহ আলী এলাকায় একটি বাসে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এছাড়া মঙ্গলবার গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ মুখে ককটেল বিস্ফোরণে একজন আনসার সদস্য আহত হন। একই রাতে মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলে ছোড়া হয় দু’টি পেট্রলবোমা। বুধবার দুপুরে মিরপুরের সনি সিনেমা হলের সামনে দুর্বৃত্তরা আরেকটি বাসে আগুন দেয়।
মিরপুরে যাত্রীবেশে উঠে বাসে আগুন দিলো তিন দুর্বৃত্ত : রাজধানীর মিরপুরে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর ১টার দিকে মিরপুর-১ নম্বর সেকশনের সনি স্কয়ারের রূপায়ণ টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, তিন ব্যক্তি যাত্রীবেশে বাসটিতে উঠে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
ডিএমপির ট্রাফিক বিভাগের (মিরপুর) তথ্য অনুযায়ী, বুধবারদুপুর আনুমানিক ১টা ০৩ মিনিটে সনি স্কয়ারের রূপায়ণ টাওয়ারের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাসটিতে অগ্নিসংযোগকারী পরিচয় জানা যায়নি। আশপাশের লোকজনের সহায়তায় আগুন নেভানো সম্ভব হয়েছে।
শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আযম গণমাধ্যমকে জানান, বুধবার দুপুর ১টার দিকে শতাব্দী পরিবহনের একটি বাস মিরপুর-২ নম্বর সেকশনের দিক থেকে নিউমার্কেটের দিকে যাচ্ছিল। সনি সিনেমা পেরিয়ে যাওয়ার পথে যাত্রীবেশে থাকা তিন ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়। এ ঘটনায় বাসের সামনের দিকের কয়েকটি আসন পুড়ে গেছে। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

্রিন্ট

আরও সংবদ