খুলনা | শনিবার | ১৫ নভেম্বর ২০২৫ | ১ অগ্রাহায়ণ ১৪৩২

আ’লীগ ঠেকাতে আজ মাঠে থাকবে জামায়াতসহ ৮ দল

খবর প্রতিবেদন |
০১:২২ এ.এম | ১৩ নভেম্বর ২০২৫


কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঠেকাতে বৃহস্পতিবার রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক আটটি রাজনৈতিক দল। বুধবার দুপুরে মগবাজার আল ফালাহ মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলনে ৮ দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এই ঘোষণা দেন।
আট দলের কর্মসূচির মধ্যে রয়েছে ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তিসহ দেশব্যাপী রাজপথে অবস্থান করার ঘোষণা দেওয়া হয়। একইসঙ্গে ফ্যাসিবাদ বিরোধী সব দেশপ্রেমিক শক্তিকে রাজপথে নামার আহবান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আন্দোলনরত আট দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ