খুলনা | শুক্রবার | ১৪ নভেম্বর ২০২৫ | ২৯ কার্তিক ১৪৩২

তিনশ রানের লিড ছাড়িয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক |
০৩:২৪ পি.এম | ১৩ নভেম্বর ২০২৫


আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে রানপাহাড় গড়েছে বাংলাদেশ। আইরিশরা ২৮৬ রানে অলআউট হওয়ার পর ব্যাট করতে নামে টাইগাররা। দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় মিলে গড়েছিলেন ১৬৮ রানের উদ্বোধনী জুটি। সাদমান ৮০ রানে ফিরলেও ১৭১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন জয়। এরপর মুমিনুল হকও খেলেছেন আশি ছাড়ানো ইনিংস। সেঞ্চুরির দেখা পেয়েছেন নাজমুল শান্তও। সেই সঙ্গে ফিফটি করেছেন লিটন দাস। স্বাগতিক ব্যাটারদের এমন দুর্দান্ত পারফর্ম্যান্সের সুবাদেই বাংলাদেশ ইনিংস ঘোষণা করেছে ৮ উইকেটে ৫৮৭ রানে, লিড ২৯৭ রানের।

বাংলাদেশ দ্বিতীয় দিনের খেলা শেষ করে ১ উইকেটে ৩৩৮ রান নিয়ে। ব্যক্তিগত ১৬৯ ও ৮০ রানে তৃতীয় দিনে ব্যাট করতে নামেন জয় ও মুমিনুল। তবে এ দুজনের কেউই আজ ইনিংস বড় করতে পারেননি। জয় ফিরেন ১৭১ রান করে, মুমিনুলও আউট হন ৮২ রানে। এরপর মুশফিকুর রহিম আউট হন ২৩ রান করেই।

তবে পরে দলের হাল ধরেন অধিনায়ক শান্ত। লিটন দাসকে নিয়ে তিনি গড়েন ৯৮ রানের জুটি। এর আগে অবশ্য মুশফিকের সঙ্গেও ৭৯ রানের সফল জুটি গড়েছিলেন শান্ত। আইরিশ বোলারদের সামলে দুর্দান্ত খেলেছেন শান্ত।

স্কোরবোর্ডে রান বাড়ানোর পাশাপাশি নিজের সেঞ্চুরির দেখাও পেয়েছেন তিনি। যদিও আউট হয়েছে ১০০ রান করেই। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন লিটন। তিনিও পেয়েছেন ফিফটির দেখা, আউট হন ৬০ রানে।

প্রথম চার ব্যাটারের ৮০ ছাড়ানো ইনিংস আর সব মিলিয়ে ৫ ব্যাটারের ফিফটি ছাড়ানো ইনিংসে বাংলাদেশ ৮ উইকেটে ৫৮৭ রান নিয়ে ইনিংস ঘোষণা করে, লিড ৩০১ রানের। 

্রিন্ট

আরও সংবদ