খুলনা | শুক্রবার | ১৪ নভেম্বর ২০২৫ | ২৯ কার্তিক ১৪৩২

ইনিংস ব্যবধানে জয়ের সুবাস নিয়ে তৃতীয় দিন শেষ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক |
০৫:৫১ পি.এম | ১৩ নভেম্বর ২০২৫


সিলেট টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয়ের খুব কাছে বাংলাদেশ। তৃতীয় দিনের শেষ সেশনে ৮ উইকেটে ৫৮৭ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ৩০১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে ব্যাটিং ধ্বসের মুখোমুখি হয় আইরিশরা। ৮৫ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলা সফরকারীরা দিন শেষ করেছে ২১৫ রানে পিছিয়ে থেকে।

দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে আইরিশরা প্রথম উইকেট হারায় দলীয় ১৪ রানেই। নাহিদ রানার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন ক্যাড কারমাইকেল। এরপর হ্যারি টেক্টরকে নিয়ে জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন পল স্টার্লিং। ব্যক্তিগত ফিফটির খুব কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি। তবে মাইলফলকে পৌঁছা হয়নি তার। দলীয় ৬১ রানে তিনি রান আউট হন। ফেরা আগে করেন ৪৩ রান।

স্টার্লিং গেরার পর দ্রুত ৩টি উইকেট হারায় আইরিশরা। ১৮ রান করে তাইজুল ইসলামের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হন টেক্টর। এরপর দ্রুত দুইটি উইকেট তুলে নেন হাসান মুরাদ। অভিষিক্ত এই স্পিনারের বলে আউট হন কার্টিস ক্যাম্ফার ও লোরকান টাকার। ৮৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়া আইরিশরা দিনের খেলা শেষ করেছে ৫ উইকেটে ৮৬ রান নিয়ে।

আইরিশদের ৫ উইকেট তুলে নেওয়ায় চতুর্থ দিনে ইনিংস ব্যবধানে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। ইনিংস হার এড়াতে আরও ২১৫ রান করতে হবে আয়ারল্যান্ডকে।

এর আগে প্রথম ইনিংসে জইয় ও শান্তর শতক এবং সাদমান, মুমিনুল ও লিটন দাসের ফিফটি ছাড়ানো ইনিংসের সুবাদে ৮ উইকেটে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ লিড পায় ৩০১ রানের। টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের এটি দ্বিতীয় বৃহত্তম লিড। ২০১৮ সালে মিরপুরে বাংলাদেশ সর্বোচ্চ ৩৯৭ রানের লিড পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 

্রিন্ট

আরও সংবদ