খুলনা | শুক্রবার | ১৪ নভেম্বর ২০২৫ | ২৯ কার্তিক ১৪৩২

খুলনা-৩ আসনে কৃষক দলের মনিটরিং কার্যালয়ের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৭ এ.এম | ১৪ নভেম্বর ২০২৫


খুলনা-৩ আসনে কৃষক দলের মনিটরিং কার্যালয়ের উদ্বোধন ও গাছের চারা বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নগরীর খালিশপুর কাস্টমস এলাকায় মহানগর কৃষকদলের সভাপতি আখতারুজ্জামান তালুকদার সজীবের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনা-৩ আসনে কৃষক দলের মনিটরিং কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ও গাছের চারা বিতরণ করেন বিএনপি’র কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।
মহানগর কৃষক দলের সদস্য সচিব শেখ আদনান ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম-আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, খালিশপুর থানা বিএনপি’র সভাপতি এড. মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষকদল নেতা শেখ খালিদ হাসান, মামুন বাবু, হাসিব পলাশ, এড. মীর কল্লোল, জিয়াউল হক হিটু, জুনায়েদ আহমেদ, মোল্লা রাসেল, মোহাম্মদ রহিম, ইব্রাহিম মোল্লাসহ খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা কৃষক দলের নেতৃবৃন্দ।
 

্রিন্ট

আরও সংবদ