খুলনা | শুক্রবার | ১৪ নভেম্বর ২০২৫ | ২৯ কার্তিক ১৪৩২

ডুমুরিয়ার মাগুরখালীর চিংড়ি বিদেশে রপ্তানি করা হবে : লবি

ডুমুরিয়া প্রতিনিধি |
০২:০১ এ.এম | ১৪ নভেম্বর ২০২৫


ডুমুরিয়ার মাগুরখালী নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য খুলনা-৫ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলি আসগার লবি বলেছেন, মাগুরখালী ইউনিয়ন হলো একটি স্বর্ণখনি। এখানে যে চিংড়ি মাছ উৎপাদিত হয় তা বিদেশে রপ্তানি করে কোটি কোটি টাকা আয় করা সম্ভব। আমি যদি আপনাদের ভোটে এমপি হতে পারি, তাহলে মাগুরখালী অঞ্চলের সকল চিংড়ি মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা গ্রহণ করবো। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। তিনি বলেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য ছিলাম, কেউ বলতে পারবে না আমি একটি টাকা কোথাও থেকে মেরে খেয়েছি। নির্বাচিত হওয়ায় পর আমি যদি উন্নয়ন করতে না পারি, পরবর্তীতে আমাকে আর ভোট দিয়েন না। আপনাদের সঙ্গে নিয়ে উন্নয়ন করতে চাই। 
বৃহস্পতিবার দুপুরে মাগুরখালীর খোরেরাবাদ বাজারে ইউনিয়ন বিএনপি’র সভাপতি অরুণ কুমার গোলদারের সভাপতিত্বে ধানের শীষের নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সরদার আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা যুবদলের আহবায়ক এবাদুল হক রুবায়েত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন, সদস্য সচিব সরদার আব্দুল মালেক, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ হেল কাফি শখা ও খুলনা জজকোর্টের এপিপি সাবেক ছাত্র নেতা এড. মুনিমুর রহমান নয়ন। বক্তব্য দেন ইউপি সদস্য আহম্মদ আলী, মনোজ কুমার সরকার, পুলিন মন্ডল, ডাঃ কৌশিক মন্ডল প্রমুখ। এরপর তিনি ব্রহ্মারবেড় বাজার, শেখেরট্যাক, আমুড়বুনিয়া বাজার, পার মাগুরখালী, আলাদিপুর বাজার, কইপুকুর পূজামন্ডপ, লাঙ্গলমুড়া বাজার, কাঞ্চননগর বাজার মন্দির, শিবনগর বাজারে গণসংযোগ ও মতবিনিময় করেন।
 

্রিন্ট

আরও সংবদ