খুলনা | শনিবার | ১৫ নভেম্বর ২০২৫ | ১ অগ্রাহায়ণ ১৪৩২

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে

দিঘলিয়ায় বিএনপি’র সেন্টার কমিটি গঠন

দিঘলিয়া প্রতিনিধি |
১১:৫২ পি.এম | ১৪ নভেম্বর ২০২৫


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৪ সংসদীয় আসনে বিএনপি মনোনীত কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের নির্বাচনী কার্যক্রমকে গতিশীল করতে শুক্রবার দিঘলিয়ায় নির্বাচনী সেন্টার কমিটি গঠন করা হয়েছে। উপজেলার সেনহাটি ইউনিয়নের উত্তর চন্দনীমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় এই কমিটি গঠন করা হয়। 
শেখ আঃ গনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক অধ্যক্ষ মনিরুল হক বাবুল। প্রধান অতিথি বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সেন্টার কমিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সভায় বিশেষ অতিথি ছিলেন
সেতারা বেগম, মোল­া নাজমুল হক, মোল­া মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, পলি আক্তার, শেখ আশরাফ, মিলন হোসেন, হাসান সরদার, এস এম শামীম, সোয়াইব হোসেন রানা। এছাড়া উপজেলা বিএনপি এবং  স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন। সভার শেষে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয় এবং নির্বাচনী কার্যক্রমের প্রস্তুতি জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
 

্রিন্ট

আরও সংবদ