খুলনা | শনিবার | ১৫ নভেম্বর ২০২৫ | ১ অগ্রাহায়ণ ১৪৩২

আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫২ পি.এম | ১৪ নভেম্বর ২০২৫


আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ইউজেডডিএমসি) সভা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে অনুষ্ঠিত হয়।  
কারিতাস জার্মানির অর্থায়নে পরিচালিত দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তন অভিযোজন ডিআরআর-সিসিএ প্রকল্পের সহায়তায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম। সভায় অন্যান্য বিভাগীয় কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, সিপিপি, সুশীল সমাজ, অন্যান্য কমিটির সদস্য, আঞ্চলিক কার্যালয়ের মিল কো-অর্ডিনেটর মোঃ ইব্রাহিম হোসেন, এফও ও প্রতাপনগর কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত গুরুত্বপূর্ণ কার্যক্রম মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন প্রকল্পের মিল অফিসার  মিহির সরকার (প্রতাপনগর)। বাস্তুচ্যুত জনগোষ্ঠীদের সমস্যাবলী ও ন্যূনতম সুযোগ সুবিধা অর্জনে মিডিয়া এ্যাডভোকেসি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সহভাগীতা করেন আঞ্চলিক কার্যালয়ের মোঃ ইব্রাহিম হোসেন (মিল কো-অর্ডিনেটর)। উন্মুক্ত আলোচনায় প্রতাপনগরের প্রধান সমস্যা ও সমাধান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মোঃ আমিরুল ইসলাম (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা)। তার বক্তব্যে তিনি সুস্পষ্ট করে বলেন, নদী ভাঙন হলো এই এলাকার সবচেয়ে প্রধান সমস্যা, তাই এই সমস্যা সমাধানে নদীতে পানি চলাচলে স্বাভাবিক গতি পথ যেন কোন ভাবে বাধাগ্রস্ত না হয় সেদিকে বিশেষ ভাবে লক্ষ্য রাখতে হবে এবং কারিতাস বাংলাদেশের সংশোধিত আরআরএপি অনুযায়ী অধিক ঝুঁকিপূর্ণ স্কীমগুলি সর্বপ্রথমে বাস্তবায়নের জন্য অনুরোধ করে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।

্রিন্ট

আরও সংবদ