খুলনা | শনিবার | ১৫ নভেম্বর ২০২৫ | ১ অগ্রাহায়ণ ১৪৩২

টানা ৪৫ দিন শয্যাশায়ী সাংবাদিক শাহিন রহমান

খবর বিজ্ঞপ্তির |
০১:৩৮ এ.এম | ১৫ নভেম্বর ২০২৫


প্রথম সময় নিউজ ডটকমের সম্পাদক সাংবাদিক শাহিন রহমান দীর্ঘ ৪৫ দিন ধরে খুলনাতে শয্যাশায়ী হয়ে আছেন। তিনি একভাবে বিছানায় শুয়ে আছেন। মেডিসিন, অর্থপেডিক এবং ব্রেন নিউরো সাইন্স ডাক্তার দেখিয়েছেন। এর বাইরে বেশ কিছু দিন ধরে ফিজিওথেরাপি নিচ্ছেন। গলা থেকে পেট এবং পিছনের গলা থেকে পিঠ, ও পেট কোন রকম কাজ করছে না। এক কথায় সমস্ত শরীর ইনভেলিড হয়ে আছে। দুই হাতও ঠিকমতো কাজ করছে না, হাত কাঁপছে। তিনি দাঁড়াতে, বসতে, চলতে একদম পারছেন না। সিটি মেডিকেলে ডাক্তার আব্দুর রশিদ মোল্লার তত্ত¡াবধানে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন আছেন। শাহিন রহমান প্রায় এক সপ্তাহ সিটি মেডিকেল ভর্তি ছিলেন। ডাক্তার আব্দুর রশিদ জানিয়েছেন, বেশ কিছুদিন আগে তার একটি ব্রেন হেমারেজ মাথার পিছন দিকে হয়ে গেছে, যা তিনি টের পাননি। এটার ট্রিটমেন্ট চলতেছে। 
সাংবাদিক শাহীন রহমান বর্তমানে খুলনার বাসাতে বিশ্রামে আছেন। তিনি সবার নিকট দোয়া ও ক্ষমা চেয়েছেন। তিনি ৩০ বছর স্থানীয় জাতীয় দৈনিক, ৯০-এর দশক থেকে ঢাকাতে বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছেন। 
শাহীন রহমান খুলনা শিশু হাসপাতালের আজীবন সদস্য। বিএল কলেজে শাহীন রহমান জাতীয়বাদী ছাত্রদলের সহকারী সম্পাদক ছিলেন, পরবর্তীতে খুলনা মহানগর ছাত্রদলে প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। এর পরে যুবদলের প্রথমে দফতর সম্পাদক ও পরবর্তীতে প্রচার সম্পাদক ছিলেন। 
খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আন্দোলন ও রূপসা ব্রিজ প্রতিষ্ঠায় শাহীন রহমান অনশনে অংশ নেন। এরশাদ বিরোধী আন্দোলনে তিনি রাজপথে ছিলেন। পরে তিনি ৯২-তে সংবাদপত্র জগতে নাম লেখান। বিভিন্ন সংবাদপত্রে যোগ দিয়ে একজন পেশাদার সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তোলেন।

্রিন্ট

আরও সংবদ