খুলনা | রবিবার | ১৬ নভেম্বর ২০২৫ | ২ অগ্রাহায়ণ ১৪৩২

ভারতে প্রবেশের চেষ্টাকালে মহেশপুর সীমান্তে ৭ বাংলাদেশি আটক

ঝিনাইদহ প্রতিনিধি |
১২:১৩ এ.এম | ১৬ নভেম্বর ২০২৫


ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ রয়েছে। শনিবার বিকেলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মনিরুলের ছেলে তুফান (২৬), গোপালগঞ্জের মুকসুদপুর থানার কালিনগর গ্রামের অর্জুন বিশ্বাসের ছেলে দুলালী মন্ডল (৬৭) এবং বরিশালের আগৈলঝাড়া থানার অধিকারীবাড়ি গ্রামের নিমাই অধিকারীর ছেলে বিকাশ অধিকারী। 
সূত্র জানিয়েছে মহেশপুর ৫৮ বিজিবির অধীন খোসালপুর বিওপির নায়েব সুবেদার তাপস কুমার সরকারের নেতৃত্বে সীমান্ত পিলার-৬০/৮৬-আর এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় তুফান (২৬) নামে এক দালালকে আটক করে। একই সময় এক পুরুষ ও চার বাংলাদেশি নারীকে আটক করে বিজিবি। 
এছাড়া কুমিল্লাপাড়া বিওপির নায়েক মোঃ আহামেদ আলীর নেতৃত্বে সীমান্ত পিলার ৬০/৫২ আর সংলগ্ন এলাকায় বিজিবির পৃথক টহল দল অভিযান চালায়। এ সময় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে একজনকে আটক করে। আটক নারীদের যশোরের জাস্টিস এন্ড কেয়ারে সেন্টারে এবং অন্যদের মহেশপুর থানায় সোপর্দ করেছে করেছে বিজিবি। মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, আটক নারীদের যশোরের জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। আটক অন্য পুরুষদের মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

্রিন্ট

আরও সংবদ