খুলনা | সোমবার | ১৭ নভেম্বর ২০২৫ | ৩ অগ্রাহায়ণ ১৪৩২

বাগেরহাটে বিপ্লবোত্তর জুলাই: তারুন্যের ভাবনায় আগামী নির্বাচন শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১০:৫৪ পি.এম | ১৬ নভেম্বর ২০২৫


বাগেরহাটে 'বিপ্লবোত্তর জুলাই, তারুন্যের ভাবনায় আগামী নির্বাচন' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দিনব্যাপি ইউনাইটেড পিপলস  (আপ) বাংলাদেশের আয়োজনে ধানসিড়ি হোটেল মিলনায়তনে এই সভা হয়।

আপ বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, আপ বাংলাদেশের প্রধান সংগঠক নাঈম আহমাদ, এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সেক্রেটারি আমিনুল ইসলাম, বাগেরহাট জেলা জামায়েতের যুব বিভাগের প্রধান শেখ মঞ্জুরুল হক রাহাত, এনসিপির জেলা সমন্বয়ক মোর্শেদ আনোয়ার সোহেল,  জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফারহানা বিনতে জিগার ফারিনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব আজরিন আরবি নওরিন,  জেলা খেলাফত মজলিসের আমীর মাওলানা রমিজ উদ্দীন, জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাও তরিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই আন্দোলনের পর আমরা যে দেশ পেয়েছি, সেটিকে নতুনভাবে গড়তে তরুণদেরদায়িত্ব নিতে হবে। এজন্য যুবকদের যুগের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ হয়ে উঠতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের অংশগ্রহণ খুবই দরকার।সরকার তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারে।

দেশকে উন্নত করতে আইনের শাসন নিশ্চিত করা প্রয়োজন। টেকসই উন্নয়ন অব্যাহত রাখতে সরকারকে এগিয়ে আসতে হবে। জুলাই-আগস্টের পর আমরা এক নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। নতুন দেশ হবে সবধরণের বৈষম্যমুক্ত ও সুযোগের সমতার বাংলাদেশ। গণতন্ত্র রক্ষা ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধি গণ আলোচনা সভায় অংশগ্রহন করেন।

্রিন্ট

আরও সংবদ