খুলনা | সোমবার | ১৭ নভেম্বর ২০২৫ | ৩ অগ্রাহায়ণ ১৪৩২

সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নারীসহ নিহত ৫

খবর প্রতিবেদন |
১১:১৭ পি.এম | ১৬ নভেম্বর ২০২৫


চট্টগ্রামের সীতাকুণ্ডের মীরেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরেরহাটের বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর (তদন্ত) মো. আলমগীর।

তিনি বলেন, ‘ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।’

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

নিহতদের দুইজনের পরিচয় নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ। তারা হলেন-শাহ আলম ও মোহাম্মদ কামাল উদ্দিন।

প্রত্যক্ষদর্শী আবু নাছের বলেন, চট্টগ্রামমুখী একটি বাস একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় সীতাকুণ্ডের বটতল এলাকায় চট্টগ্রামমুখী সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ওই বাসে থাকা অনেকেই হতাহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেন। আহতদের হাসপাতালে পাঠালে চিকিৎসকরা আরেক জনকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস সীতাকুণ্ড স্টেশনের ইনচার্জ বেলাল হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৪টি লাশ উদ্ধার করি। এছাড়া আহতদের সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়।

‎সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ইমরান বলেন, এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জনকে আহত অবস্থায় আনা হয়েছে। এছাড়া পাঁচজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

্রিন্ট

আরও সংবদ