খুলনা | সোমবার | ১৭ নভেম্বর ২০২৫ | ২ অগ্রাহায়ণ ১৪৩২

শ্যামনগরে নির্বাচনী জনসভায় গাজী নজরুল

জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়া হবে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৪৩ পি.এম | ১৬ নভেম্বর ২০২৫


সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম বলেছেন জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়া হবে। দেশে দখলবাজি ও অনিয়ম চলবে না। দখল-চাঁদাবাজি মুক্ত দেশ গড়তে সবার ত্যাগ ও আন্তরিকতা প্রয়োজন। রোববার বিকেল ৪টায় শ্যামনগর উপজেলার নূরনগর নবীব সংঘ ক্লাব মাঠে ইউনিয়ন জামায়াতের আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
নুরনগর ইউনিয়ন জামায়াতের আমির ডাঃ মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ লিয়াকত হোসেন বাবু’র সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সূরা সদস্য আব্দুল জলিল, সূরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সরকারি সেক্রেটারি মহাসিন আলম, যুব বিভাগের সভাপতি সাইদী হাসান বুলবুল, কর্মপরিষদ সদস্য ডাঃ ইমাম হাসান।
প্রধান অতিথি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে গত ২৬ বছরে এই এলাকায় কোন উন্নয়ন হয়নি। তারা শুধু লুটপাট চাঁদাবাজি ও দখল বাজিতে মত্ত ছিল। বিগত সময়ে এমপি থাকাকালীন তিনি জেলার উপকূলীয় উপজেলা শ্যামনগরের ব্যাপক উন্নয়ন করেছেন। সেই ধারা অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল­ায় ভোট দিয়ে জামায়াতকে বিজয়ী করতে হবে। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল­ার পক্ষে কাজ করার আহŸান জানান। 
এসময়া উপস্থিত ছিলেন, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মজিবুর রহমান, সহকারী সেক্রেটারি আশরাফুল আলম, বাইতুল মাল সম্পাদক আবুল হোসেন, অফিস সম্পাদক মোঃ আবু বকর, বিজ্ঞান ও তথ্য সম্পাদক গাজী নজরুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ ফারুক হোসেন, পেশাজীবী সংগঠনের সভাপতি প্রভাষক ডাঃ আব্দুল­াহ ইবনে ওয়াজেদ, যুব জামায়াতের সভাপতি মোঃ হাসানুল বান্না, শ্রমিক কল্যাণের সভাপতি নূর আলম, মাওলানা আব্দুল হান্নানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

্রিন্ট

আরও সংবদ