খুলনা | সোমবার | ১৭ নভেম্বর ২০২৫ | ২ অগ্রাহায়ণ ১৪৩২

রামপালে জামায়াত নেতার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

রামপাল প্রতিনিধি |
১১:৪৩ পি.এম | ১৬ নভেম্বর ২০২৫


রামপাল উপজেলার জামায়াত নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী জামায়াত নেতা প্রতিকার চেয়ে রামপাল থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার হুড়কা ইউনিয়নের জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ লুৎফর মোল­া সংগঠনে আদর্শ ও শৃঙ্খলা মেনে সুনামের সাথে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন। তার এই দক্ষতা ও নিরপেক্ষতায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল ফেসবুকে ভুয়া আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে। অভিযোগে তিনি আরো উলে­খ করেন “যাহা বলিবো সত্যো বলিবো” জাতীয়তাবাদী বিএনপি’র লোগো সম্বলিত একটি ফেসবুক আইডি খুলে তার বিরুদ্ধে দেহ ব্যবসার অভিযোগ আনা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এতে করে ওই এলাকায় সুশীল সমাজ ও সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। 
ভুক্তভোগী জামায়াত নেতা লুৎফর মোল­া জানান, আমাদের সংগঠন নীতি ও আদর্শে বিশ্বাসী। অন্যদলের মতো অপরাধ বা পক্ষপাতিত্ব করে রেহাই পাওয়ার সুযোগ নেই। আমি আমার কর্মদক্ষতা ও নিরপেক্ষতায় এই ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমার যোগ্যতা ও জামায়াতের প্রতি মানুষের আস্থা দেখে একটি কুচক্রী মহল আমাকে হেয়প্রতিপন্ন করতে এই অপপ্রচার চালাচ্ছে। আমি এর নিন্দা জানাই। থানার ওসি মোঃ আতিকুল রহমান জানান লিখিত অভিযোগ পেয়েছি। তথ্য প্রযুক্তির সহায়তায় অপরাধীকে আইনের আওতায় আনতে জোর চেষ্টা চালানো হবে।

্রিন্ট

আরও সংবদ