খুলনা | সোমবার | ১৭ নভেম্বর ২০২৫ | ২ অগ্রাহায়ণ ১৪৩২

আশাশুনি উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৪৫ পি.এম | ১৬ নভেম্বর ২০২৫


আশাশুনি উপজেলা জামায়াতের মাসিক দায়িত্বশীল বৈঠক রোববার বিকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান, জেলা কর্ম পরিষদ সদস্য আব্দুস সোবহান মুকুল, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর। উপজেলা সেক্রেটারি মাওঃ আনওয়ারুল হকের সঞ্চালনায় বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাওঃ মোশারফ হোসেন, নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুর্তাজা, সহ-সেক্রেটারি মাওঃ আব্দুল বারী, ডাক্তার রোকনুজ্জামান, শাহ অহিদুজ্জামান শাহীন, প্রফেসর শাহজাহান, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস, বাইতুলমাল সেক্রেটারি মাওঃ শহিদুল ইসলাম, পেশাজীবি বিভাগের সভাপতি মাওঃ আতাউর রহমান, সমাজ কল্যান সম্পাদক মাওঃ রিয়াছাত আলী, উপজেলা কর্ম পরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু, এড. শহীদুল ইসলাম, মাওঃ জিয়াউর রহমান, দেছের আলী, মাওঃ আব্দুল ওয়াদুদ, রবিউল ইসলাম, মাওঃ ইউসুফ আলী, ফয়সাল হোসেন জনি, প্রফেসর আব্দুল গনি, মাওঃ জাকির হোসেন, মাওঃ আব্দুল ওয়াজেদ, হেদায়েতুল ইসলাম, সেকেন্দার আলী, হাফেজ আব্দুল­াহ, মাওঃ আব্দুল হাই, মাওঃ লুৎফর রহমান, শাহিনুল ইসলাম, মাওঃ মোস্তাফিজুর রহমান, মাওঃ আব্দুর রশিদ, মাওঃ হারুন অর-রশিদ, গাজী আব্দুর রশিদ, মাওঃ অহিদুজ্জামান, মাওঃ আল-আমিন, মাওঃ আবু বকর সিদ্দিক, আলী হায়দার প্রমুখ। বৈঠকে সকল ইউনিয়ন শাখার মাসিক রিপোর্ট পর্যালোচনাসহ সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। 
 

্রিন্ট

আরও সংবদ