খুলনা | সোমবার | ১৭ নভেম্বর ২০২৫ | ২ অগ্রাহায়ণ ১৪৩২

আশাশুনিতে পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধে কর্মশালা অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৪৫ পি.এম | ১৬ নভেম্বর ২০২৫


আশাশুনি উপজেলায় পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিন দূষন প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় ইয়োথ ফর দ্যা সুন্দরবন অফিসার্স ক্লাব সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে। 
রূপান্তরের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল আহমেদ। রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। প্রকল্পের সার্বিক বিষয়সহ পলিথিন ও প্লাস্টিকের ব্যবহারে অপকারিতার ধারাবাহিক পরিনতি সম্পর্কে শিক্ষনীয় ভিডিও স্লাইড প্রদর্শন পূর্বক আলোচনা রাখেন ট্রেইনার খালিদ লামী। কর্মশালায় আশাশুনি প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি এসকে হাসান, জি এম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, আশাশুনি বাজার কমিটির সেক্রেটারী এবিএম আলমগীর পিন্টু ও ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। বক্তারা প্লাস্টিক ও পলিথিন দূষণের ভয়াবহতা তুলে ধরে বলেন এই দূষণ শুধু পরিবেশ নয়, মানব স্বাস্থ্যের জন্যও হুমকিস্বরূপ। সভায় অংশগ্রহণকারীরা স্থানীয়ভাবে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে ৩২ জন ব্যবসায়ীকে বিনামূল্যে বিতেণের জন্য ৪ হাজার ৫০০ পিচ পলিথিনের বিকল্প ব্যাগ প্রদান করা হয়।
 

্রিন্ট

আরও সংবদ