খুলনা | সোমবার | ১৭ নভেম্বর ২০২৫ | ২ অগ্রাহায়ণ ১৪৩২

পাটকেলঘাটায় মহিলা সমাবেশে হাবিব

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ঘরে ঘরে হবে ফ্যামিলি কার্ড

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৪৯ পি.এম | ১৬ নভেম্বর ২০২৫


তালা-কলারোয়া আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, বেগম জিয়া আগামীতে সরকার গঠন করে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি ঘরে ঘরে একটি করে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। যাতে থাকবে চাল, ডাল, তেল, চিনি।  
রোববার বিকালে পাটকেলঘাটার যুগীপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধানের শীষের নির্বাচনী মহিলা দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। 
সরুলিয়া ইউনিয়ন মহিলা দলের আহবায়ক নাইস সুলতানা মিলির সভাপতিত্বে সমাবেশের উদ্বোধন করেন তালা উপজেলা মহিলা দলের আহবায়ক মেহেরুন্নেছা মিনি। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মৃনাল কান্তি রায়, সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, প্রয়াত চেয়ারম্যান এবিএম আলতাফ হোসেনের সহধর্মীণি অব: প্রধান শিক্ষক রেহেনা খানম, নগরঘাটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহাব্বত আলী সরদার, সাতক্ষীরা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি খালিদ হাসান, সরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি রাশিদুল হক রাজু, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রকিব সরদার, সিনিয়র সহ-সভাপতি মুজিবর রহমান সরদার, সহ-সভাপতি মোশফেকুল বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মামুনুর রহমান খাঁন, সাতক্ষীরা জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক আলী হোসেন, উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, তালা উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, সরুলিয়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবুল কাশেম, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোঃ ইমাদুল ইসলাম, মোঃ মকবুল হোসেন, ডাঃ আব্দুল কুদ্দুস, আব্দুস সামাদ মোড়ল, আরিফুল ইসলাম টুটুল, শরিফুল ইসলাম, আসাদুল ইসলাম, হায়দার আলী সরদার, আবু হাসান, শেখ আবু সাঈদ, মোঃ আজিজুল ইসলাম, শেখ আব্দুল খালেক, শাহানারা খালেক, বিশ্বাস রফিকুল ইসলাম, শাহীনুর রহমান গাজী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তালা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আনিছুজ্জামান আনিস।

্রিন্ট

আরও সংবদ