খুলনা | সোমবার | ১৭ নভেম্বর ২০২৫ | ২ অগ্রাহায়ণ ১৪৩২

কুয়েটে ‘বই উৎসব-২০২৫’ এর বর্ণাঢ্য উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
১২:২৩ এ.এম | ১৭ নভেম্বর ২০২৫


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর জ্ঞান ও সৃজনশীলতার বিকাশকে উৎসাহিত করার লক্ষ্যে গতকাল রোববার সন্ধ্যায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো আট দিনব্যাপী ‘বই উৎসব-২০২৫’। কুয়েটের পরিচালক (ছাত্র কল্যাণ) কার্যালয়ের আয়োজনে এবং আশফিয়া লাইব্রেরি খুলনার এর সহযোগিতায় সোমবার থেকে শুরু হয়েছে, এই উৎসব চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের প্রাঙ্গণে আয়োজিত এই বই উৎসবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি এম ইকরামুল হক। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। 
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বই হলো মানুষের এক পরম বন্ধু এবং জ্ঞানের অফুরন্ত উৎস। এই বই উৎসব শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধি এবং মননশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” 
তিনি বইমেলার সফলতা কামনা করেন এবং শিক্ষার্থীদের মেলায় এসে পছন্দের বই সংগ্রহ করার আহŸান জানান। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় দেশের স্বনামধন্য প্রকাশনা সংস্থাগুলোর সুবিশাল বইয়ের সমাহার রাখা হয়েছে, যেখানে বিভিন্ন ঘরানার বই পাওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ বই উৎসব চলবে।

্রিন্ট

আরও সংবদ