খুলনা | সোমবার | ১৭ নভেম্বর ২০২৫ | ২ অগ্রাহায়ণ ১৪৩২

শার্শায় মাদক বিক্রেতার ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

শার্শা (যশোর) প্রতিনিধি |
১২:২৭ এ.এম | ১৭ নভেম্বর ২০২৫


যশোরের শার্শা উপজেলায় মাদকবিরোধী অভিযানকালে রুবেল নামে এক পলাতক মাদক কারবারির ছুরিকাঘাতে আবুল হোসেন নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। শনিবার গভীর রাতে নাভারন বুরুজবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী রুবেলকে আটক করা হয়। তাকে হ্যান্ডকাফ পরানোর মুহূর্তে তিনি লুকানো ছুরি বের করে কনস্টেবল আবুল হোসেনকে আঘাত করেন। এরপর সুযোগ পেয়ে তিনি পালিয়ে যান। রুবেলের বিরুদ্ধে মাদক আইনের পাঁচটি মামলা চলমান রয়েছে।
ছুরিকাঘাতে আহত কনস্টেবলকে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন মাদক ব্যবসায়ীরা যত চতুরই হোক আইনের বাইরে কেউ নয়। রুবেলকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
 

্রিন্ট

আরও সংবদ