খুলনা | সোমবার | ১৭ নভেম্বর ২০২৫ | ৩ অগ্রাহায়ণ ১৪৩২

বিএনপি’র প্রয়াত ও অসুস্থ নেতাদের বাসায় মঞ্জু

ঘরে ঘরে গিয়ে মানুষকে ভালোবাসা দিয়ে ধানের শীষে ভোট আনতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৫ এ.এম | ১৭ নভেম্বর ২০২৫


ঘরে ঘরে গিয়ে মানুষকে ভালোবাসা দিয়ে ধানের শীষে ভোট আনতে হবে উল্লেখ করে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, অনেক বিভ্রান্তি, অনেক হতাশা ও অনিশ্চয়তার মধ্য দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে, ২০২৬ সালের ফেব্র“য়ারি মাসে নির্বাচন হবে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল পরিকল্পিতভাবে বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায়। কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন হলো একটা নির্বাচিত সরকার, যার পেছনে জনগণ থাকবে। রাজনৈতিক বিভাজন ও অস্থিরতার সুযোগে একটি গোষ্ঠী দেশে নৈরাজ্য তৈরি করতে পারে। তাই নির্বাচনের বিষয়ে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ জরুরি। আমাদের সতর্ক থাকতে হবে। 
গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় ২০নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মরহুম জাহাঙ্গীর কবির, ২১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুস সাত্তার মোল্লা, ২১নং ওয়ার্ড বিএনপি নেতা মরহুম কালু মিয়া, ২৫নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম ওহেদুজ্জামান খোকন, সড়ক দুর্ঘটনায় নিহত সাবেক ফুটবলার শেখ মোঃ জাহাঙ্গীর, ১৯নং ওয়ার্ড যুবদলের সাবেক নেতা মরহুম শেখ রেজাউল ইসলাম রেজা, ১৯নং ওয়ার্ড ওয়ার্ড বিএনপি’র সাবেক যুগ্ম-সম্পাদক রেজা মন্সির প্রয়াত স্ত্রী, ২১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ও মহানগর বিএনপি’র সাবেক সদস্য মরহুম নাজির উদ্দিন আহমেদ নান্নু’র বাসভবনে যান এবং তাদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দোয়া চান। এরপর খুলনা মহানগর বিএনপি’র উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য, সাবেক ওয়ার্ড কাউন্সিলর অসুস্থ কাজী মোঃ রাশেদ, ১৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি অসুস্থ মনিরুজ্জামান মনি ও ১৯নং ওয়ার্ড বিএনপি নেতা অসুস্থ বাবুল মুন্সির বাড়িতে যান এবং তাদের সকলের সুস্থতা কামনা করেন। 
এসময় সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, একটা মহল বাংলাদেশে আবার নৈরাজ্য সৃষ্টি করার জন্য পাঁয়তারা করছে। আমাদের রুখে দাঁড়াতে হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা নষ্ট না করি। গণতন্ত্র উত্তরণের পথকে আমাদের সহজ করে তুলতে হবে। জনগণের মাঝে তারেক রহমান, খালেদা জিয়া ও জিয়াউর রহমানের সালাম পৌঁছে দিতে হবে। এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার।
এ সময় উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, আনোয়ার হোসেন, জালাল শরীফ, ইউসুফ হারুন মজনু, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, আকরাম হোসেন খোকন, ইশহাক তালুকদার, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, মেহেদী হাসান সোহাগ, আব্দুল জব্বার, মোস্তফা কামাল, লিটু পাটোয়ারী, খায়রুল ইসলাম লাল, ফিরোজ মোল্লা, মিজানুজ্জামান তাজ, নাহিদ মোড়ল, আলমগীর হোসেন আলম, শাকিল আহমেদ, মাসুদ খান বাদল, মোস্তফা জামান মিন্টু, আলমগীর ব্যাপারী, শামীম খান, গোলাম নবী ডালু, ইফতেখার জামান নবীন, ওহাব শরীফ, ওহেদুর রহমান বাবু, আবু সাঈদ, মিজানুর রহমান মিজান, শরিফুল ইসলাম সাগর, মাসুদ রানা, এ আর রহমান, আব্দুল্লাহ আল মামুন, সুলতান মাহমুদ সুমন, সাখাওয়াত হোসেন, ইমরান হোসেন, রাজিবুল আলম বাপ্পি, শেখ জাহাঙ্গীর হোসেন, মোস্তাফিজুর রহমান, হুমায়ুন কবির, মাহমুদ হাসান মুন্না, ফিরোজ আহমেদ, মাসুদ পারভেজ, আরিফুল রহমান আরিফ, আসমত হোসেন, গিয়াস উদ্দিন, মেহেদী হাসান মাসুম, সেলিম বড় মিয়া, শামীম রেজা, ওহেদুজ্জামান শিমুল, হারুন মোল্লা, মোস্তফা কামাল, আশরাফুল করিম, আবু সুফিয়ান, শফিউদ্দিন আহমেদ, আমীর হোসেন বাচ্চু, জামান চৌধুরী, মারুফুর রহমান, প্রকৌশলী এস কে মাহমুদ, পারভেজ মোড়ল, পিএম শহিদ, জুয়েল রহমান, মহসীন খান, বায়জিদ হোসেন, সজল আকন নাসিব, রুহুল আমিন রাসেল, ইমতিয়াজ সিজান, মামুনুর রহমান রাসেল, শহিদ হাওলাদার, আলমগীর হোসেন, দুলাল মাতবর, বক্কার মোল্লা, নূরু সরদার, ছিদ্দিক মাতবর, ওহেদুজ্জামান শিমুল, ওয়াকিদ হাসান মুন্না, দস্তগীর হোসেন নীরা, মিনা মামুন, মোঃ ফিরোজ, আশিকুর রহমান সেলিম, কবির বিশ্বাস, মোতালেব হোসেন, এস এম মাহমুদ, আশিষ, রেজাউল ইসলাম রেজা, বাবুল হোসেন প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ