খুলনা | সোমবার | ১৭ নভেম্বর ২০২৫ | ৩ অগ্রাহায়ণ ১৪৩২

দুই এক্সকাভেটর নিয়ে জুলাই মঞ্চের ৩২ নম্বরে অবস্থান

খবর প্রতিবেদন |
০১:০৫ পি.এম | ১৭ নভেম্বর ২০২৫


ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির প্রবেশপথে দুটি এক্সকাভেটর নিয়ে অবস্থান নিয়েছে জুলাই-মঞ্চ নামে একটি সংগঠন।

আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে সায়েন্স ল্যাবের দিক থেকে মিরপুর রোড হয়ে দু’টি এক্সকাভেটর ৩২ নম্বরে বিক্ষোভ করে নিয়ে আসে জুলাই মঞ্চের কর্মীরা।

দেখা যায়, দু’টি এক্সকাভেটরের সঙ্গে শতাধিক বিক্ষোভকারী ৩২ নম্বরে আসে। তবে পুলিশের বাধার মুখে ৩২ নম্বরে বুলডোজার দু’টি প্রবেশ করতে পারেনি। পুলিশ এক্সকাভেটর দু’টিকে হোটেলে এরামের বিপরীতে পাঠিয়ে দেয়। সেখানেই দুটি এক্সকাভেটর রাখা হয়।

মোস্তাফা কামাল নামে একটি এক্সকাভেটরের চালক বলেন, এক্সকাভেটর বহনকারী গাড়িটি চট্টগ্রামের এক মালিকের। এটি ঢাকায় এক জায়গা থেকে আরেক জায়গায় এক্সকাভেটর নিয়ে যাওয়ার কাজ করে। গতকাল রোববার রাতে সাভারের আশুলিয়া থেকে একটি এক্সকাভেটর তুলে রাতেই তারা ঢাকায় আসেন। রাতে তারা সায়েন্সল্যাব-কাঁটাবনের দিকে ছিলেন। আজ দুপুর ১২টার দিকে তারা ধানমন্ডি ৩২ নম্বরের দিকে আসেন।

অন্যদিকে বিক্ষোভকারীরা ৩২ নম্বর প্রবেশমুখে অবস্থান নিয়ে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের ফাঁসির দাবিতে বিক্ষোভ করে। হাবিব নামে জুলাই মঞ্চের এক বিক্ষোভকারী বলেন, শেখ হাসিনার ফাঁসির দাবিতে তারা এখানে বিক্ষোভ করতে এসেছেন।

এ সময় বিক্ষোভকারীরা শেখ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। তারা ফ্যাসিবাদের এবং শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন।

্রিন্ট

আরও সংবদ