খুলনা | মঙ্গলবার | ১৮ নভেম্বর ২০২৫ | ৪ অগ্রাহায়ণ ১৪৩২

মজলুম জননেতা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি |
১২:২৩ এ.এম | ১৮ নভেম্বর ২০২৫


মওলানা ভাসানী ফাউন্ডেশন খুলনার উদ্যোগে বাংলাদেশের অবিসাংবাদিত আপোষহীন মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উদ্যাপন উপলক্ষে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে গতকাল সোমবার বিকেল ৫টায় আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা। প্রধান আলোচক ছিলেন এড. মোঃ বাবুল হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব অধ্যাপক আব্দুল কাইউম জমাদ্দার, শেখ আব্দুল হালিম, মফিজুর রহমান টুকু।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক, সংগঠক, মানবাধিকারকর্মী ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি স ম হাফিজুল ইসলাম। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস এম শের আলী শেরবাগের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন সৈয়দ আলী হাকিম, শেখ মনিরুজ্জামান লাভলু, এইচ এম নাসির উদ্দিন, এড. মোঃ জিনারুল ইসলাম, ড. জাকারিয়া জাকির, শেখ আবু আসলাম বাবু, শায়েখ ক্বারী আবুল খায়ের, এড. মেহেদী ইনছার প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শেখ আসাদুজ্জামান মিথুন ও কাওসারী জাহান মঞ্জু। অনুষ্ঠানে বিভিন্ন কর্মে বিশেষ অবদান রাখায় মওলানা ভাসানী ন্যাশনাল এ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়। যারা সম্মাননা পেলেন তাঁরা হলেন এইচএম নাসির উদ্দিন, মোঃ শাহজাহান জমাদ্দার, শেখ মনিরুজ্জামান লাভলু, সৈয়দ মাঈনুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান লিটন, রাম প্রসাদ রায় এবং এম এম হাসানকে বিশেষ সম্মাননাপত্র প্রদান করা হয়।
 

্রিন্ট

আরও সংবদ