খুলনা | মঙ্গলবার | ১৮ নভেম্বর ২০২৫ | ৪ অগ্রাহায়ণ ১৪৩২

খুবিতে চলমান টার্ম ফাইনাল পরীক্ষার হল পরিদশর্নে ভিসি

খবর বিজ্ঞপ্তি |
১২:২৪ এ.এম | ১৮ নভেম্বর ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ের চলমান টার্ম ফাইনাল পরীক্ষার হল পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। পরীক্ষা চলাকালে সোমবার বেলা ১১টায় তিনি বিশ্ববিদ্যালয়ের তিনটি একাডেমিক ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। পরে তিনি সংশ্লিষ্ট ডীনবৃন্দের কাছ থেকে পরীক্ষার বিষয়ে সার্বিক খোঁজ-খবর নেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষার হল পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিনের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের (২৩ ব্যাচের) ৩য় বর্ষ টার্ম-১ এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের (২৪, ২২, ২১ ও ২০ ব্যাচের) ১ম, ৩য়, ৪র্থ ও ৫ম বর্ষ টার্ম-২ এর এবং ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের মাস্টার্স ২য় টার্মের পরীক্ষা চলমান রয়েছে। এ পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।
 

্রিন্ট

আরও সংবদ