খুলনা | মঙ্গলবার | ১৮ নভেম্বর ২০২৫ | ৪ অগ্রাহায়ণ ১৪৩২

নড়াইলে নারী সমাবেশে সেলিমা রহমান

ধানের শীষে ভোট দিয়ে আপনারা আপনাদের সম্মানকে রক্ষা করবেন

নড়াইল ও কালিয়া প্রতিনিধি |
১২:৩১ এ.এম | ১৮ নভেম্বর ২০২৫


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অন্যতম নির্বাচনী অঙ্গীকার নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠাকে সামনে রেখে নড়াইলে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নড়াইল-০১ সংসদীয় এলাকার কালিয়া উপজেলার নড়াগাতি থানার কাচারী মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে এই সমাবেশের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। 
সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও নারী ও শিশু অধিকার ফোরামের আহŸায়ক বেগম সেলিমা রহমান। তিনি বলেন, আপনারা এসেছেন, আগামী যে নির্বাচন সেই নির্বাচনে আপনাদের ভোটের অধিকার ফিরে পেতে, যে অধিকার গত ১৭ বছরে কেড়ে নিয়েছিল পতিত স্বৈরাচারী সরকার,  ডাইনি সরকার।  সে অধিকার আপনারা আবার ফিরে পেয়েছেন। আপনারা ভোট দেবেন, ধানের শীষে ভোট দিয়ে আপনারা আপনাদের সম্মানকে রক্ষা করবেন। 
নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব বিএনপি’র কেন্দ্রীয় নেতা এড. নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম। সভায় নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠায় বিএনপি নির্বাচনী অঙ্গীকার ভোটারদের সামনে তুলে ধরা হয় এবং নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমকে পরিচয় করিয়ে দেওয়া হয়।  
বক্তব্য পর্বে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলকে একসাথে কাজ করতে হবে। বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন বিগত ১৭ বছর জেল জুলুম নির্যাতন সহ্য করে আমি আপনাদের সাথে আছি, আগামী দিনেও আপনাদের সাথে থাকবো। আমার নামে ২৩টি মিথ্যা মামলা হয়েছে। আমি আপনাদের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করে চলেছি। কালিয়া নড়াগাতির মানুষ ধানের শীষে ভোট দিয়ে আমাকে এলাকা উন্নয়নের সুযোগ দিবেন। 
নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এড. নিপুন রায় চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান বলেছেন ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সকলের। তিনি তার ৩১ দফায় বলেছেন  সকল ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মীয় অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তার সাথে যাতে পালন করতে পারে, বিএনপি ক্ষমতায় আসলে সেই ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু বাংলাদেশের কিছু কুচক্রী মহল ও ধর্মভিত্তিক রাজনৈতিক দল কর্মক্ষেত্রে মেয়েদের কর্ম ঘন্টা কমানোর নামে মেয়েদের পায়ে শেকল পরাতে চাইছে, গৃহবন্দি করতে চাই।  সেই শেকল আমাদের ভেঙে ফেলতে হবে।  সেটা কিভাবে ভাঙবেন, আগামী দিনের ধানের শীষে ভোট প্রয়োগের মাধ্যমে। এই সমাবেশে আপনারা যারা এসেছেন, আপনাদের জন্য রেখে যাচ্ছি ধানের শীষ। যে ধানের শীষে মিশে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে ধানের শীষে মিশে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ধানের শীষে মিশে আছে তারেক রহমান। 

্রিন্ট

আরও সংবদ