খুলনা | মঙ্গলবার | ১৮ নভেম্বর ২০২৫ | ৪ অগ্রাহায়ণ ১৪৩২

খুলনা বিএনপি’র অভিনন্দন

এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচনে রাশিদুল সভাপতি, রানা সম্পাদক ও মতি কোষাধ্যক্ষ নির্বাচিত

খবর বিজ্ঞপ্তি |
০১:৩০ এ.এম | ১৮ নভেম্বর ২০২৫


মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান মোঃ রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা ও কোষাধ্যক্ষ পদে এসএ টিভি’র খুলনা প্রতিনিধি মোঃ রকিবুল ইসলাম মতি বিনাপ্রতি›দ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) খুলনা জেলা প্রতিনিধি মোঃ নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক সময়ের খবর’র সিনিয়র রিপোর্টার আশরাফুল ইসলাম নূর, নির্বাহী সদস্য দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান মোঃ এরশাদ আলী ও দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাত।
গত রোববার ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে ৭টি পদের বিপরীতে অন্য কোন প্রার্থী না থাকায় উপরোক্ত ৭ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। এমইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ইউনিয়নের সিনিয়র সদস্য ও ফিনান্সিয়াল এক্সপ্রেস’র খুলনা ব্যুরো প্রধান জি এম রফিকুল ইসলাম। অপর দু’জন সদস্য হলেন ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ’র খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন ও ইউনিয়নের সদস্য দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন।
গঠনতন্ত্র অনুযায়ী আজ মঙ্গলবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে ইউনিয়ন কার্যালয়ে বর্তমান সভাপতি মোঃ আনিসুজ্জামান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়সহ বিদায়ী কমিটি নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।
অভিনন্দন : এমইউজে খুলনার নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। গতকাল সোমবার যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, নতুন এই কমিটি পেশাদার সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়, পেশাগত জ্ঞানোন্নয়ন ও সার্বিক কল্যাণে নিরলস ভাবে কাজ করবেন এই প্রত্যাশা করি।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেছেন, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী পেশাজীবী এ সংগঠনটি মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও বাংলাদেশে স্বাধীনতা-সার্বভৌম্যত্ব সুরক্ষায় অতন্ত্র প্রহরীর ন্যায় সজাগ ভূমিকা রাখতে হবে। কোনো ভাবেই যেন গণহত্যাকারী ফ্যাসিবাদ প্রত্যাবর্তন করতে না পারে সে জন্য গণমাধ্যমগুলোকে দেশের জনগণের পক্ষেই বলিষ্ঠ ভূমিকা রাখতে এমইউজে খুলনার নেতৃবৃন্দ। আগামী দিনের পথচলায় সব রকম সহযোগিতা করা হবে বলে আশ্বাস প্রদান করেন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন ও জেলা ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা-৬ আসনের বিএনপি মনোনীত ধানেরশীষ’ প্রতীকের প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ